মাদক সেবনে বাধা দেয়ায় নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের বন্দর থানা উত্তরের সভাপতি ডা. আব্দুল্লাহ আল মামুনের ওপর সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে। মাদক সিন্ডিকেটের লোকজন শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মকভাবে জখম করেছে। উন্নত চিকিৎসার জন্য ডা. মামুনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২ জুলাই) রাতে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৯টায় বন্দর উপজেলার আমিরাবাদ এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আমিরাবাদ এলাকায় স্থানীয় মাদকসেবীদের মাদক সেবনে বাধা দেয়ায় তারা ডা. আব্দুল্লাহ আল মামুনের ওপর ক্ষিপ্ত হয়। পরে বুধবার এশার নামাজ শেষে বাড়ি আসার পথে ৯টার দিকে তিনি হামলার শিকার হন। হামলায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী বিকি, ইমন, সুজন ও নাজিমসহ আরও কয়েকজন জড়িত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, প্রশাসন যদি হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক শাস্তির আওতায় না আনে, তাহলে উদ্ভূত পরিস্থির জন্য সব দায় প্রশাসনকে নিতে হবে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, হামলার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় তদন্ত ও হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
আপনার মতামত লিখুন :