News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

জলাবদ্ধতা নিরসনের দাবিতে  ফতুল্লায় সড়ক অবরোধ করে মানববন্ধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৪:২০ পিএম জলাবদ্ধতা নিরসনের দাবিতে  ফতুল্লায় সড়ক অবরোধ করে মানববন্ধন

নারায়ণগঞ্জের ফতুল্লা লালপুর পৌষা পুকুরপাড় এলাকায় জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩০ জুলাই বুধবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফতুল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের পর সড়ক অবরোধ করেন ভুক্তভোগীরা।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারনে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপনে বিঘ্ন ঘটছে। অবিলম্বে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান তারা।
      
বক্তব্যে লালপুর পৌষাপুকুরপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি মোসলেম উদ্দিন মুসা বলেন, জলাবদ্ধতার কারণে মুসুল্লিরা নামাজ পরতে পারছেনা, কর্মজীবিরা কাজে যেতে পারছে না, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, নোংরা পানির কারণে ঘরে ঘরে পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েছে।আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছি তারা এসে দেখেও গেছে কিন্ত আজও সমস্যার সমাধান করা হয়নি। বিগত সরকারের আমলে তখনকার চেয়ারম্যান, এমপি সাহেবের নিকট গিয়েছি। শামীম ওসমান এসে দেখে সমাধানের আশ্বাস দিয়েছে। তা শুধু কথার কথা ছিলো। আজও এর সমাধান হয় নি। 

ব্যবসায়ী হাবিব জানায়, আমাদের সমস্যা দীর্ঘদিনের। হাসিনা সরকারের আমলে আমাদের কোন কাজ হয় নাই। আমরা সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছি। কিন্ত কোনো কাজ হয়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কোনো ট্যাক্স দিবো না।

এসময় আরো বক্তব্য রাখেন, লালপুর- পৌষাপুকুরপাড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী, আজাদুর রহমান আজাদ, আলামিন বাগ পঞ্চায়েতের সাধারণ সম্পাদক রফিক, লালপুর আলামিন বাগ পঞ্চায়েতের সভাপতি মো. জনি, শামীম।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ফতুল্লার বিষয়ে আমরা অবগত আছি। মূলত শহরে ৯২ কিলোমিটার খালের মধ্যে ১৭ কিলোমিটার খাল ভরাট হয়ে গেছে। এই ১৭ কিলোমিটার খাল দিয়ে পানি প্রবাহিত হয় না। এ রিপোর্ট আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। তারা এক প্রকল্পের অনুমোদন দেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে যে কার্যক্রম নেয়া হয়েছে তাতে ৫৬ টি স্পটে পরিস্কার ও দখলমুক্তে অভিযান শুরু হয়েছে। এসব খাল পরিস্কার করার পাশাপাশি ফতুল্লার খালগুলো পরিস্কার করা হবে। আশা করছি, একমাস পর থেকেই ফতুল্লাবাসী এর সুফল পাবে। 

Islam's Group