News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

বর্জ্য ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের তৎপরতা শুরু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৮:৪৫ পিএম বর্জ্য ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের তৎপরতা শুরু

নারায়ণগঞ্জের দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। এখন পর্যন্ত এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সুষ্ঠু সমাধানে পৌছা সম্ভব হয়নি। আর তাই এবার নারায়ণগঞ্জ জেলার বর্জ্য ব্যবস্থাপনায় প্রত্যেক উপজেলা পরিষদের আওতায় কাজ শুরু করেছে জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বর্জ্য ব্যবস্থাপনায় দুইটি ভ্যান হস্তান্তর করেছেন।

বুধবার ৩০ জুলাই দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফতুল্লা ইউনিয়ন পরিষদের অনুকূলে দুইটি ইঞ্জিনচালিত ভ্যান হস্তান্তর করেন। এখন থেকে এই দুইটি ভ্যান সিটি কর্পোরেশনের বাইরে যে ময়লাগুলো জমবে সে ময়লাগুলো নির্দিষ্ট স্থানে নিয়ে ফেলবে। সেই সাথে পর্যায়ক্রমে জেলাজুড়ে এর বিস্তার ঘটবে এবং ভ্যানের সংখ্যাও বাড়তে থাকবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, একটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা থেকে করে থাকে। কিন্তু নারায়ণগঞ্জ জেলার বাস্তবতা হচ্ছে এই জেলাটির পুরোটাই শহরের মধ্যে পড়েছে। পুরো জেলাজুড়েই শহর। গ্রামের প্রভাব জেলাতে নেই। সেই প্রেক্ষাপট চিন্তা করেই আমরা যখন দেখলাম সিটি কর্পোরেশন এই শহরের ৭২ স্কয়ার কিলোমিটার জায়গাজুড়ে সিটি কর্পোরেশন।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের বাইরেও শহরের যে অবস্থান আছে সেখানে প্রচুর পরিমাণ বর্জ্য বিশেষ করে হাসপাতাল বিভিন্ন কলকারখানার বর্জ্যগুলো ব্যবস্থাপনায় আনার জন্য উপজেলা পরিষদ থেকে একটি প্রাথমিক একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই একটি প্রদক্ষেপের অংশ হিসেবে আমরা প্রাথমিকভাবে ভ্যান দিয়ে শুরু করেছি। এখন থেকে উপজেলা পরিষদের আওতায় সিটি কর্পোরেশনের বাইরে যে ময়লাগুলো জমবে সে ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফেলবে। এর সংখ্যা বাড়বে সারা জেলাব্যাপী এটা করবো।

জেলা প্রশাসক বলেন, গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় আমাদের স্লোগান ছিলো নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা। আমরা এই শহরটিকে সেরা করতে চাইলে সবদিক থেকে সেরা করতে হবে। পরিস্কার পরিচ্ছন্নতা করতে হবে। পানির ব্যবস্থাপনা ভালো করতে হবে। রাস্তার যানজট কমাতে হবে।

Islam's Group