News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

চেয়ার টিকিয়ে রাখতে ‘টিকটক’ নামে অপপ্রচার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৭:০২ পিএম চেয়ার টিকিয়ে রাখতে ‘টিকটক’ নামে অপপ্রচার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজে সমাবেশ ও মানববন্ধন করেছে কলেজটির ছাত্র-ছাত্রী এবং শিক্ষক বৃন্দ। 

৩০ জুলাই বুধবার সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কে কলেজ সংলগ্ন স্থানে এ কর্মসূচি পালন করেন তারা। 

বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নীলিমা বসু, প্রভাষক আবদুল্লাহ খান, ইভা রহমান, মোঃ আরিফ প্রমুখ। বক্তারা বলেন, সাবেক অধ্যক্ষ জাকির হোসেন বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে বেআইনী ভাবে অধ্যক্ষের চেয়ার দখল করে ক্ষমতার দাপটে কলেজ চালিয়েছেন। ৫ আগষ্ট পট পরিবর্তনের পর তাকে ছাত্র-ছাত্রীদের আন্দোলনের মুখে অপসারণ করা হয়। বর্তমানে তিনি আবার ওই চেয়ার দখল করার জন্য পায়তারা করছেন। তাই তিনি বর্তমানে কলেজের ছাত্র ছাত্রীরা টিকটক নিয়ে ব্যস্ত বলে এলাকায় অপপ্রচার চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন পত্রিকায় মিথ্যা তথ্য সরবরাহ করছেন। দু-একটি পত্রিকায় এ সংক্রান্তে সংবাদ ও ছাপা হয়েছে। আমরা এ মিথ্যা অপপ্রচার ও মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।
বেশ কয়েকজন ছাত্র ছাত্রীও এ বিষয়ে বক্তব্য রাখেন।

Islam's Group