জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীন নারায়ণগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এই মাসিক সভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. আবু শামীম আজাদের সভাপতিত্বে এই সভায় উপস্থাপনায় ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী।
মাসিক সভায় বক্তারা বলেন, দেশের প্রতিটি জেলার মতো নারায়ণগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস অসহায়, দরিদ্র এবং সুবিধাবঞ্চিত জনগণকে আইনগত সহায়তা প্রদানের সাথে সাথে ধনী গরিব নির্বিশেষে আইনগত পরামর্শ দিয়ে থাকে। যাত্রার শুরু থেকেই সফলতার সাথে সরকারি আইনগত সহায়তা প্রধান কার্যক্রম পরিচালনার মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস সাংবাধিকভাবে স্বীকৃত আইনের চোখে সমান অথিকার নিশ্চিত করে আসছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ হুমায়রা তাসমিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আমিনুল হক, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ-আল-মাসুম, সিনিয়র সহকারী জজ বিপ্লব দেব নাথ, সিনিয়র সহকারী জজ শারমিন আক্তার পিংকি, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান সহ বিভিন্ন পর্যায়ের আইন কর্মকর্তারা।
এ বিষয়ে স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা বলেন, নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ সাহেবের নেতৃত্বে জেলা লিগ্যাল এইডে কার্যক্রম দুর্বার গতিতে এগিয়ে চলেছে। নারায়ণগঞ্জবাসী এই লিগ্যাল এইডের সেবায় অনেক সন্তষ্ট। এর ধারাবাহিকতা চলতে থাকলে অসহায় গরবী দুঃখী মানুষের সেবা পেতে কোনো রকমের দুর্ভোগের শিকার হতে হবে না।
আপনার মতামত লিখুন :