বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও আশু রোগমুক্তি কামনায় রূপগঞ্জে এক সম্মিলিত দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে পারাগাঁও ঈদগাহ ময়দানে আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু উপস্থিত হয়ে নেতাকর্মীদের সঙ্গে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোনাজাতে অংশ নেন।
দোয়া-মোনাজাত শেষে এলাকায় শান্তি, স্থিতি ও জাতির কল্যাণ কামনা করা হয়।








































আপনার মতামত লিখুন :