নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে সমর্থন নিয়ে আরও অপেক্ষায় রইলেন মনোনয়ন বঞ্চিত তিন প্রার্থী। দলের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া মাসুদকে পাশে যাচ্ছেন এই তিন প্রার্থী এমন জানা গেছে তাদের বিশস্ত সূত্রে। অন্যদিকে চার মনোনয়ন বঞ্চিত প্রার্থী মধ্যে বুধবার মাসুদুজ্জামান মাসুদকে সমর্থন দিয়ে এক সাথে কাজ করার ঘোষণা দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাবেক এমপি আবুল কালাম ও শিল্পপতি আবু জাফর আহম্মেদ বাবুল। একই অবস্থা ছিল ২৭ নভেম্বর বরফকল মাঠে জনসভাতেও।
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে বিএনপি মনোনীত হওয়ার লক্ষ্যে তোড়জোড়ে আলোচনায় ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য আবু আল ইউসুফ খান টিপু। তাদের পাশাপাশি আলোচনায় ছিলেন, তিন বারের সাবেক এমপি আবুল কালাম।
পরবর্তিতে গত মে মাস থেকে বিএনপি প্রার্থী হওয়ার দৌড়ঝাপে দেখা মিলে মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ। তিনি দিনে দিনে মাঠ গুছিয়ে গত ২২ সেপ্টেম্বর মহানগর বিএনপিতে যোগদান করে মনোনীত নিশ্চিত হওয়ার গুঞ্জন শুরু হয়। দেড় মাসের কম সময়ে ৩ নভেম্বর মাসুদুজ্জামান মাসুদকে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনীত করেন দলের হাইকমান্ড। এতে করে শুরু হয় মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে মনমালিন্যতা।
মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের বাড়ি চেম্বারে ছুটে যান মাসুদুজ্জামান মাসুদ। এতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বাড়িতে গিয়ে ঐক্যবদ্ধ হন মাসুদুজ্জামান। তিনি এ সময় খোরশেদকে নিয়ে ধানের শীষে গণসংযোগ করে। অন্যদিকে সাবেক এমপি আবুল কালামের বাড়িতে গিয়ে দেখা পায়নি এদিকে চেম্বারে সাখাওয়াত হোসেনের খানের আলাপচারিতা পরও মানমালিন্য ভাঙ্গতে পারেনি মাসুদুজ্জামান। এদিকে এখনো শিল্পপতি আবু জাফর আহম্মেদ বাবুলের সাথে যোগাযোগ করা হয়নি বলে জানা গেছে।
অপরদিকে মনোনয়ন বঞ্চিত তিন প্রার্থীর সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চূড়ান্ত প্রার্থী তালিকায় যাকে মনোনীত করবেন তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। যার কারণে এখনো মাসুদুজ্জামানের পক্ষে তিন প্রার্থী সক্রিয়তা দেখা যাবে না। অন্যদিকে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে এখনো কেউ কোন মন্তব্য করা হয়নি। এমনকি দলের হাইকমান্ড থেকেও মাসুদুজ্জামানের পক্ষে থাকারও কোন নিদের্শনা দেয়া হয়নি।








































আপনার মতামত লিখুন :