News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

ফতুল্লায় বাউল শিল্পির স্বামীকে কুপিয়ে হত্যা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৫:৪৫ পিএম ফতুল্লায় বাউল শিল্পির স্বামীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় সোনিয়া সরকার নামে এক বাউল শিল্পির স্বামীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার সকালে খবর পেয়ে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সামনে থেকে নিহত মন্টু খলিফার লাশ উদ্ধার করে পুলিশ।

এরপর লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।

নিহত সুমন খলিফা (৩৫) বরিশাল জেলার আগৈলজোড়া থানার মন্টু খলিফার ছেলে।

বাউল শিল্পী সোহেল সরকার জানান, গত রোববার ছিলো বাংলাদেশ বাউল শিল্পি ফাউন্ডেশনের বর্ষপূর্তি। এ উপলক্ষে আমাদের পঞ্চবটি বাউল ক্লাবে রাতে দোয়া মাহফিল শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়। আমাদের আমন্ত্রনে সোনিয়া ও তার স্বামী মিন্টু দোয়া মাহফিলে অংশ নেয়। এরপর উপস্থিত অনেক শিল্পি একটা করে গান গায়। এসময় সোনিয়াও একটি গান গেয়ে চলে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে মারাত্মক ক্ষোভ থেকে মিন্টুকে এলোপাথারি কুপিয়েছে দুর্বৃত্তরা। মিন্টুর মাথার তালুতে পেটে পিঠে ও হাতে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিক ভাবে জানাগেছে মিন্টু খলিফা তার পূর্বের স্ত্রীকে তালাক দিয়ে দেড় বছর পূর্বে সোনিয়া সরকারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে সোনিয়াকে নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে বাউল গান করে বেড়ায়। এবিষয়ে তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

Islam's Group