News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

এটিএম কামালের বহিস্কারাদেশ প্রত্যাহার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১০:৩৬ পিএম এটিএম কামালের বহিস্কারাদেশ প্রত্যাহার

নারায়ণগঞ্জ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ২৬ নভেম্বর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত চিঠিতে সেটা প্রত্যাহার করে নেওয়া হয়।

২০২২ সালের ১৮ জানুয়ারি বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে বহিস্কার করা হয়। 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র মোতাবেক আপনাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিস্কার করা হলো।

তার আগে এটিএম কামাল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের পক্ষে কাজ করেন। সেই সাথে তিনি বেশ সক্রিয়ভাবেই কাজ করেন। তৈমূরের প্রধান এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তৈমূরের প্রত্যেক গণসংযোগে এটিএম কামাল হাজির হয়েছেন এবং প্রচার প্রচারণা চালিয়েছেন।

আর এটাই হয়তো তার জন্য কাল হয়ে দাঁড়ায়। দল থেকে নির্দেশনা ছিল তৈমূরের পক্ষে কাজ না করার জন্য। কিন্তু তিনি সেই নির্দেশনাকে উপেক্ষা করেই তৈমূরের পক্ষে কাজ করেছেন। পরণতিতে তিনি বিএনপি থেকে বহিস্কার হয়েছেন।

আর এই বহিস্কারের পরপরই তিনি অনেকটাই নিরব হয়ে যান। নিজের মধ্যেই সকল অভিমান জমা রেখে নিরব থেকেছেন। কারও বিরুদ্ধে তিনি কোনো অভিযোগ করেননি। আর সেই অভিমানকে সঙ্গে নিয়েই ওই বছরের ৬ ফেব্রুয়ারি তিনি আমেরিকার উদ্দেশ্য দেশ ছাড়েন। তবে এই বহিস্কারে তিনি কখনও দল কিংবা কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলেননি বা অভিযোগ করেননি। নিজের মধ্যেই যত অভিমান ক্ষোভ জমা রেখেছেন।

Islam's Group