বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফতুল্লা থানা বিএনপি দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর সোমবার বাদ আসর ফতুল্লা থানা বিএনপির সাবেক আহবায়ক জাহিদ হাসান রোজেলের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আল আমীন সিদ্দিকী এবং বিএনপি নেতা কামাল, কামাল হোসেন, লোকমান হোসেন, পিয়ার হোসেন পিন্টু, আহবায়ক মোখলেছুর রহমান, মীর মুকবুল হোসেন বাবলু, জাকির হোসেন, মামুন, সুজিত হালদার, ইকবাল হোসেন, মান্নান মোল্লা, ওমর ফারুক নাঈম, রাজু হায়দার, আমিনুল ইসলাম জুয়েল, আব্দুস সালাম, সবুজ কাজী প্রমুখ নেতৃবৃন্দ।
জাহিদ হাসান রোজেল বলেছেন, আমাদের সকলের প্রিয় মানুষ বেগম খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। মহান আল্লাহ দরবারে তার জন্য দোয়া ছাড়া বলার নেই। রোববার গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনও অবস্থা ক্রিটিক্যাল আছে। বলার মতো কোনো কন্ডিশনে এখনও তিনি (খালেদা জিয়া) আসেন নাই। জাতির কাছে দোয়া চাই, ম্যাডাম যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
রোজেল আরও বলেন, ম্যাডাম সুস্থ করে তুলতে ইতোমধ্যে ডাক্তাররা ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন। এর আগে আমেরিকা, ইংল্যান্ড এবং বাংলাদেশের চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছিলেন। এখন চীনের ডাক্তাররা যুক্ত হয়েছেন। সকলে মিলে ক্লান্তিহীনভাবে চেষ্টা করছেন। বাদ বাকি আল্লাহ উপর ভরসা।
উল্লেখ্য, চার দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।








































আপনার মতামত লিখুন :