বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সার্বিক ব্যবস্থাপনায় ১ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হোসিয়ারী সমিতি মিলনায়তনে আয়োজিত এ মাহফিলে নেতাকর্মীরা গভীর শ্রদ্ধা ও আবেগভরে দেশনেত্রীর সুস্থতার জন্য প্রার্থনা করেন।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান, এবং সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার।
মাসুদুজ্জামান বলেন, আমরা এসেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করতে এবং তার প্রতি দেশের মানুষের যে ভালোবাসা - তা আল্লাহর দরবারে পেশ করতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম শক্তিশালী ও আদর্শিক সংগঠন ছাত্রদল। এই সংগঠন থেকে বহু মেধাবী, দক্ষ ও ত্যাগী নেতাকর্মী জাতীয় নেতৃত্বে উঠে এসেছেন এবং আজও নেতৃত্ব দিচ্ছেন। আমি চাই ছাত্রদলের প্রতিটি সদস্য মানুষের সেবামূলক কাজে নিজেকে জড়িত রাখবে - যাতে তারা জনগণের হৃদয়ে স্থান করে নিতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা এখন অত্যন্ত সংকটাপূর্ণ। দল-মত নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। এটি প্রমাণ করে তিনি সত্যিকার অর্থেই জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। পুরো জীবন তিনি আপনাদের-আমাদের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছেন। স্বামী, সন্তান, পরিবারের সদস্যদের হারিয়েছেন, তবুও জনগণের স্বার্থে তার সংগ্রাম থেমে যায়নি। ওয়ান ইলেভেনসহ নানা ঝুঁকিপূর্ণ মুহূর্তে দেশত্যাগের সুযোগ থাকা সত্ত্বেও তিনি দেশ ছাড়েননি, কারণ তিনি জনগণের পাশে থাকতে চেয়েছিলেন। খালেদা জিয়ার সংকটময় শারীরিক অবস্থায় তারেক রহমান অত্যন্ত উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। একজন সন্তানের পক্ষে মায়ের পাশে থাকতে না পারা খুবই কষ্টদায়ক। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তারেক রহমানকে মায়ের পাশে থাকার ও সেবা করার সুযোগ দেন।
আয়োজনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম-আহ্বায়ক নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অ্যাডভোকেট জাকির হোসেন, আনোয়ার হোসেন আনু, মাহাবুব উল্লাহ তপন - সদস্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, শাখাওয়াতুল ইসলাম রানা - সদস্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, বন্দর থানা বিএনপির; সভাপতি শাহেন শাহ্, মাসুদ রানা - সদর থানা বিএনপির সভাপতি, যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, দিলারা মাসুদ ময়না - সভাপতি মহিলা দল নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, আলতাফ হোসেন রিদয় যুগ্ম সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল, সুজন তুলারাম কলেজ সেক্রেটারি, রোহিত তুলারাম কলেজ দপ্তর সম্পাদক। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।








































আপনার মতামত লিখুন :