News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

হত্যার তিন বছর পর মামলার মূল আসামি গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ১০:০৩ পিএম হত্যার তিন বছর পর মামলার মূল আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ২০২২ সালে সংঘটিত হত্যা মামলার মূল রহস্য উদঘাটনের তিন বছর পর পিবিআই বিশেষ অভিযানে গ্রেফতার করেছে আলোচিত ভিকটিম মাসুম হাওলাদার (৩৬) হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. রানা ওরফে সোহেল ওরফে অটো রানা ওরফে জামাই রানা (৩০)। বন্দর থানার হত্যা মামলা (নং-০৫, তারিখ ০৭-১১-২০২২)এর সূত্র ধরে পিবিআই নারায়ণগঞ্জ জেলার একটি চৌকস টিম গত ২৩ নভেম্বর বিকেল ৪টা ৩৫ মিনিটে ফতুল্লার কায়েমপুর ওয়াপদা পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পিবিআইয়ের অ্যাডিশনাল আইজিপি মোস্তফা কামালের সার্বিক তত্ত্বাবধানে ও নারায়ণগঞ্জ ইউনিট প্রধান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ, বিপিএমুএর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে গ্রেফতারের মধ্য দিয়ে মামলাটির অগ্রগতিতে নতুন গতি আসে।

ঘটনার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন মাসুম হাওলাদার। কিন্তু রাত গভীর হলেও তিনি আর ফিরে না এলে স্ত্রী শিরিন তার মোবাইলে ফোন দেন, তবে নম্বরটি বন্ধ পান। পরদিন সকাল থেকে স্বজনদের সঙ্গে খোঁজাখুঁজি শুরু হয়।

অবশেষে ৭ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে বন্দর থানার কুশিয়ারি এলাকার চন্ডীতলা কবরস্থানের পূর্ব পাশের খালের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বড় ভাই আসলাম হাওলাদার মরদেহ শনাক্ত করলে নিশ্চয়তা পাওয়া যায় যে নিখোঁজ মাসুমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই স্ত্রী শিরিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ঘটনার রহস্য দীর্ঘদিনেও উদঘাটিত না হওয়ায় পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলা পিবিআইতে হস্তান্তর করা হয়। তদন্তের দায়িত্ব পান পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি তথ্যপ্রযুক্তি ও গোপন অনুসন্ধানের মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত ও নজরদারি শুরু করেন।

দীর্ঘ ট্র্যাকিং এবং নজরদারির পর তদন্তকারী কর্মকর্তা জানতে পারেন যে মূল আসামী রানা ফতুল্লার কায়েমপুর এলাকায় অবস্থান করছে। ২৩ নভেম্বর বিকেলে অভিযান চালিয়ে কোনো ধরনের উত্তেজনা ছাড়াই তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেন। পরদিন ২৪ নভেম্বর তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পিবিআই জানায়, মামলার অন্য পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, “দীর্ঘ সময়ের চেষ্টার পর মূল আসামীকে গ্রেফতার করা গেছে। এখন অন্যান্য পলাতক আসামিদের ধরতে কাজ চলছে।

এই গ্রেফতার নারায়ণগঞ্জে আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। মৃতের পরিবারও আশা করছে, পিবিআইয়ের এই অগ্রগতির মাধ্যমে তিন বছর আগের নির্মম হত্যাকাণ্ডের পূর্ণ সত্য প্রকাশ পাবে এবং সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।

Islam's Group