News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

ফতুল্লায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৫:৩২ পিএম ফতুল্লায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় সুমন খলিফা (৩৫) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ১ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমন খলিফার বাড়ি বরিশালের আগৈলঝড়া এলাকায়। সে স্থানীয় মন্টু খলিফার ছেলে। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় বসবাস করতেন।

স্থানীয়রা সকালে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে পাঠায়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানায়, ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় হারুনের পরিত্যক্ত বাড়ির সামনে আধাপাকা রাস্তা থেকে সুমন খলিফার ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে  কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায় ওই স্থানে। সকালে স্থানীয়রা রাস্তায় লাশ পড়ে থাকতে দেখে ফতুল্লা থানা পুলিশকে  খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহতের স্ত্রী স্থানীয় সংগীত শিল্পী সোনিয়া আক্তারের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, রবিবার রাতে সুমন ও সে একসাথে বাড়ি বের হয় ফতুল্লা পঞ্চবটিতে গান করার উদ্দেশ্যে। পরে রাতে গানের মাঝখানে সুমন সেখান থেকে বাহিরে বের হয়ে আর ফিরেন নি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে তারা কাজ করছে বলে জানান এই কর্মকর্তা।

Islam's Group