News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪ মাঘ ১৪৩২

আড়াইহাজারে এলপিজি ও খাদ্য নিরাপত্তা লঙ্ঘন ২ প্রতিষ্ঠান‌কে জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৬:২২ পিএম আড়াইহাজারে এলপিজি ও খাদ্য নিরাপত্তা লঙ্ঘন ২ প্রতিষ্ঠান‌কে জরিমানা

আড়াইহাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার দিঘিরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান ইমন।

অভিযানের সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অভিযানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে ‘ভাই ভাই সেনেটারি’ এর মালিক জুয়েলকে (৩৪) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া সাতগ্রাম ইউনিয়নের বান্টি বাজার এলাকায় একটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় ‘বিসমিল্লাহ সুইটমিট’ এর মালিক আবদুস ছাত্তারকে (৫৪) একই আইনের ৪৩ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

Islam's Group