নারায়ণগঞ্জের ফতু্ল্লায় তিনটি চোরাই মোটরসাইকেল ও মোটর সাইকেল চোর চক্রের মূল হোতা আতাউর সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাকিবুল ইসলাম নামে এক মোটরসাইকেল মালিক ৬ জনের নাম উল্লেখ করে ফতুল্লা থানায় মামলা করেছে।
গ্রেফতারকৃতরা হলো ক্রের মূল হোতা তাউর রহমান (৩৫), আশরাফুল খান ওরফে নিলয় (২৭), সুমন (৪৫) ও শ্রাবন (২৮)।
মামলায় উল্লেখ করা হয়েছে, ১২ জানুয়ারী রাতে ফতুল্লার গিরিধারা এলাকায় বিসমিল্লাহ টুইন টাওয়ারের আন্ডারগ্রাউন্ড থেকে বাদীসহ তিনজনের ৩টি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, চোর চক্রের মূল হোতা আতাউর সহ ৪জনকে চুরি হওয়া মোটর সাইকেল সহ গ্রেফতার করা হয়েছে। পলাতকদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।






































আপনার মতামত লিখুন :