News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ ১৪৩২

রূপগঞ্জে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন দিপু ভূইয়ার দুই ছেলে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১০:২৬ পিএম রূপগঞ্জে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন দিপু ভূইয়ার দুই ছেলে

সরকারি মুড়াপাড়া কলেজ ও মাঝিনা মৌজা আহমাদিয়া ফাজিল মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের জন্য দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন নারায়ণগঞ্জ-০১ (রূপগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

প্রতিশ্রুতি অনুযায়ী উক্ত দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়া সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় ব্যাপক আনন্দ ও উৎসাহ।

মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন তাঁর দুই ছেলে শান মোহাইন ভূঁইয়া ও মিকাইল রহমান ভূঁইয়া।

এ সময় শিক্ষার্থীরা বলেন, এ ধরনের উদ্যোগ তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও আগ্রহী করে তুলবে এবং সুস্থ মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট মহল মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর এই উদ্যোগকে সাধুবাদ জানান।

Islam's Group