News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ছিনতাইয়ের শিকার গণসংহতি আন্দোলনের নেতা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৬:৪৩ পিএম ছিনতাইয়ের শিকার গণসংহতি আন্দোলনের নেতা

১৭ জানুয়ারি শনিবার ভোরে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার দপ্তর সম্পাদক রাকিবুল হাসান দিপু পেশাগত কাজে বাসা থেকে চাষাঢ়া যাওয়ার পথে জামতলা হিরা কমিউনিটি সেন্টারের সামনে ছিনতাইকারীদের হামলার শিকার হোন। ছিনতাইকারীরা তার সাথে থাকা মোবাইল ফোন, ল্যাপটপ ও নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। প্রথমে জিনিসপত্র দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা ধারালো ছুড়ি দিয়ে তার হাতে জখম করে ও মাথায় আঘাত করতে থাকে। এরপর মোটরবাইকে থাকা ৩ জন দ্রুত পালিয়ে যায়।

উক্ত ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন ও নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস।

নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জ এখন কতোটা অনিরাপদ তা প্রতিদিন মানুষ জানমাল খুইয়ে টের পাচ্ছে। একই সাথে প্রশাসনের অপারগতার ফলে অপরাধীরা হয়ে উঠছে দুঃসাহসিক। একের পর এক হত্যা, ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। নির্বাচনের আগে পরিস্থিতি এমন অনিরাপদ থাকলে মানুষ ভোট নিয়ে আশংকায় থাকবে। 

রাকিবুল হাসানের শারীরিক অবস্থা গুরুতর। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। সকালে ফতুল্লা থানায় ঘটনার অভিযোগ পত্র এবং জিডি করা হয়েছে। আমরা উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি করছি ও সর্বোপরী সমগ্র জেলায় প্রশাসনিক তৎপরতা আরও জোরালো করার দাবি জানাচ্ছি।

Islam's Group