News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ফতুল্লা প্রেসক্লাব-প্রবাসী বন্ধনের শীতবস্ত্র বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৬:৩০ পিএম ফতুল্লা প্রেসক্লাব-প্রবাসী বন্ধনের শীতবস্ত্র বিতরণ

ফতুল্লা প্রেস ক্লাবের আয়োজনে ও প্রবাসী বন্ধন মানবসেবা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুল। 

তিনি বলেন, সমাজের বিত্তবানদের উচিত শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানবিক সহায়তার মাধ্যমে একটি সুন্দর ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি ৫ আগস্টের কথা স্মরণ করে বলেন, সারাদেশে যখন থানাগুলো লুট করা হচ্ছিলো তখন আমি রিয়াদ চৌধুরীকে ফোন করে থানা রক্ষার্থে কিছু লোকজনের সহযোগিতা চাই।  ও সাথে সাথে থানা রক্ষায় সহোযোগিতা করে। সেদিন যদি থানা লুট হতো সেই লুটকৃত অস্ত্র দিয়ে আজ আমাদের বুকেই গুলি করা হতো। সেদিনের জন্য রিয়াদ চৌধুরী ধন্যবাদ প্রাপ্য।

জেলা প্রবাসী বন্ধন মানবসেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কে, এস, এম আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী বন্ধন মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুর মোহাম্মদ মনির, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শতাধিক দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

 

 

 

Islam's Group