News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ ১৪৩২

সাবেক এমপি সিরাজুল ইসলামের কবর জিয়ারত করলেন গিয়াসউদ্দিন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৯:০১ পিএম সাবেক এমপি সিরাজুল ইসলামের কবর জিয়ারত করলেন গিয়াসউদ্দিন

ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ভূইগড় বাইতুল জালাল জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মৃত কমান্ডার সিরাজুল ইসলামের কবর জিয়ারত করেছেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই জিয়ারতে অংশ নেন।

জুম্মার নামাজের পর গিয়াসউদ্দিন মরহুম সিরাজুল ইসলামের কবরের পাশে কিছু সময় দাঁড়িয়ে থাকেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন। এসময় কুতুবপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে উপস্থিত সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, কমান্ডার সিরাজুল ইসলাম ছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধের একজন অগ্রসেনানী এবং নারায়ণগঞ্জের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বর্তমান সময়ে আমরা যখন এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, তখন তাঁর মতো সাহসী ও ত্যাগী নেতৃত্বের অভাব আমরা গভীরভাবে অনুভব করি। আমরা তাঁর দেখানো আদর্শ ও দেশপ্রেমকে ধারণ করে এই জনপদের মানুষের সেবা করে যেতে চাই। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

জিয়ারত শেষে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক বিষয়ে মতবিনিময় করেন। সিরাজুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

Islam's Group