News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ ১৪৩২

যৌথ বাহিনী অভিযানে ইয়াবা সহ দুইজন গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:৪৩ পিএম যৌথ বাহিনী অভিযানে ইয়াবা সহ দুইজন গ্রেপ্তার

সেনাবাহিনী ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে ৭৩৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ১৭ জানুয়ারি ভোর সাড়ে ৪টায় বাংলাদেশ সেনাবাহিনী, সোনারগাঁও জোনের ক্যাপ্টেন মো. নিলয় মোবাইল ফোনে জানায় যে, সোনারগাঁও থানাধীন লাদুরচর সাকিনস্থ একটি বাড়িতে মাদক কারবারীরা অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি আভিযানিক টিম যৌথ অভিযান পরিচালনা করে মোসাম্মদ বিউটি (৩৫) এর বসত ঘর থেকে মিজানুর রহমান (৪৫) ও মোসাম্মদ বিউটি (৩৫ কে গ্রেপ্তা করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ৭৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়।