শুক্রবার ১৬মে হাজীগঞ্জ আই.ই.টি. সরকারি উচ্চ বিদ্যালয়ে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত প্রায় শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করে।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসক হিসেবে ছিলেন ডা. ফারজানা হোসাইন মৌসুমি, ডা. মো. সাইদুল ইসলাম সাইদ, ডা. হাবিবুর রহমান বৈশাখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রয়োজনীয় প্রসঙ্গে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, চিকিৎসা মৌলিক অধিকার হলেও এ সেবা থেকে সংখ্যাগরিষ্ঠ মানুষ বঞ্চিত। জনসংখ্যার তুলনায় চিকিৎসা খাতে না আছে অবকাঠামো, না আছে প্রয়োজনীয় ডাক্তার কিংবা নার্স। এখাতে সরকারি বরাদ্দ অতি নগন্য। এসব সমস্যার সাথে যুক্ত হয়েছে সরকারি হাসপাতালগুলো দালালে ভরা এবং রোগীরা সেবা নিতে এসে ভোগান্তির শিকার হন। ফলে চিকিৎসা খাতে সাধারণ মানুষ হয়ে পড়ে অসহায়।
চিকিৎসা খাত যতটুকু সেবামুখী হতে পারতো তা না হয়ে হয়েছে ব্যবসামুখী। জনগণের স্বাস্থ্য প্রাধান্য পাচ্ছে না। প্রাধান্য পাচ্ছে ব্যবসা। প্রাইভেট ডাক্তারদের অতিরিক্ত ফি, কমিশন বাণিজ্য, টেষ্ট বাণিজ্য সব মিলিয়ে মানুষ জিম্মি হয়ে আছে। আমরা আমাদের সার্মথ্যের সর্বোচ্চ দিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। আর সেই জন্যই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোসহ বিভিন্ন এলাকায় আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান থাকবে।
এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের ফতুল্লা থানা কমিটির আহবায়ক জাহিদ সুজন, নারী সংহতির জেলা কমিটির আহবায়ক নাজমা বেগম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা, সাধারণ সম্পাদক সৃজয় সাহা জেলা কমিটির সহ অন্যন্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :