বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, যুব সমাজকে পড়াশোনার পাশাপাশি ধর্ম পালনে মনোযোগী হতে হবে, নামাজ পড়তে হবে এবং খেলাধুলাকে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ করে তুলতে হবে। এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, আর এটা কোনো রাজনৈতিক খেলা তো নয়ই। এটি একটি খেলার আয়োজন, যেখানে আমরা সবাই অংশগ্রহণ করব, খেলা দেখব এবং উপভোগ করব। বিগত ১৭ বছরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসররা আড়াইহাজারকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। তারা সমাজকে নেশাগ্রস্ত করেছে, অন্যায়-অবিচার চালিয়েছে। সেই অন্ধকার থেকে আমাদের যুব সমাজকে আলোর পথে নিতে হলে খেলাধুলার গুরুত্বকে সামনে আনতেই হবে।
শুক্রবার ১৬ মে হাইজাদীতে আজান-আরাফ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যুব সমাজকে পড়াশোনার পাশাপাশি ধর্ম পালনে মনোযোগী হতে হবে, নামাজ পড়তে হবে এবং খেলাধুলাকে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ করে তুলতে হবে। খেলাধুলা শুধু শরীর সুস্থ রাখে না, এটা মানুষকে নৈতিকতা শেখায়, আত্মনিয়ন্ত্রণে সাহায্য করে এবং মাদক কিংবা সামাজিক ব্যাধি থেকে দূরে রাখে। যে সময়টা মোবাইল বা ফেসবুকে কাটিয়ে দেওয়া হয়, সেই সময়টা যদি খেলাধুলায় ব্যয় করা যায়, তাহলে যুব সমাজ প্রকৃত উন্নতির দিকে যেতে পারবে। যারা ইতিমধ্যে মাদকাসক্ত বা বিপথে রয়েছে, তাদেরও খেলাধুলার মাধ্যমে পুনর্গঠনের সুযোগ রয়েছে। খেলাধুলা হচ্ছে একটি শক্তিশালী হাতিয়ার, যা মানুষকে সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে।
আপনার মতামত লিখুন :