নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে নিহত মোকাররম মোল্লার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। ১৭ মে তিনি স্বশরীরে মোকারমের বাড়িতে যান ও পরিবারকে শান্তনা দেন।
ওই সময়ে পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন আজাদ। এছাড়া পুরো পরিবারের দায়িত্ব গ্রহণের আশ্বাস দেন তিনি।
আজাদের উপস্থিতি, অনুদান ও আশ্বাসে মোকারমের পরিবার সন্তোষ প্রকাশ করেন এবং তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
আজাদ জানান, এটা আমার ও আমাদের দলের নৈতিক দায়িত্ববোধ থেকেই করেছি। বিএনপি ও আমি সব সময়ে সাধারণ অসহায় মানুষের পাশে থাকবো
প্রসঙ্গত গত বুধবার বিকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাচঁগাও মোল্লা্পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোকাররম ওই গ্রামের উকিল উদ্দিনের ছেলে এবং তিনি বেসরকারী কোম্পানীতে চাকরি করতেন।
এলাকাবাসী জানান, ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এবং প্রচন্ড বাতাস বইতে ছিল। এই সময় মোকাররম তার নিজের গাছ থেকে শখের বসে আম কুড়াতে যায়। আম কুড়ানোর এক পর্যায়ে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। এই সময় তার আত্মীয় স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক ডা. কামাল হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন :