আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, আপনারা সবাই জানেন আমি ৪ বার জাতীয় সংসদ নির্বাচন করেছি যার মধ্যে ২ বার পাশ করেছিলাম। কিন্তু বর্তমানে দেশের যে পরিস্থিতি তা নির্বাচন করা সম্ভব না। আমি রাজনীতিতে আর কামব্যাক করতে চাইনা। রাজনীতি করতে গিয়ে লাঞ্ছিত হয়েছি মার খেয়েছি ধিক্কার শুনেছি। আইন আদালতেও ন্যায় বিচার পাইনি। আমরা মনে করেছিলাম পরিবর্তন হবে। দেশে এক দল গেছে আরেক দল আসছে।জনগণের জন্য কিছু করতে না পারলে রাজনীতি করবো কেন। আমি মিডিয়ার লোক মিডিয়ায় থাকতে চাই। অনেক হলো। বিগত দিনে সব ধরনের আন্দোলন প্রতিবাদে হিরো আলম ছিল। করোনা যেকোন দুর্যোগে হিরো আলম জনগণের পাশে ছিল। একেকজন হিরো আলমকে একেক চোখে দেখে সবাই কিন্তু হিরো আলম হতে পারেনা। মফস্বলের থেকে লো লেভেল থেকে এত দূর সবাই আসতে পারেনা।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলার দুর্গা প্রসাদ এলাকায় স্বপন জেন্টস পার্লার উদ্ধোধনকালে এসব কথা বলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এসময় উপস্থিত ছিলেন স্বপ্নন জেন্টস পার্লার স্বতাধিকারী স্বপন মিয়া, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ ফরাজী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় হিরো আলমকে দেখতে উৎসুক জনতার ভীড় দেখা যায়।
এসময় হিরো আলম নিজের পারিবারিক জীবন সম্পর্কে বলেন, মিডিয়াতে কাজ করতে গেলে আমার ১০ টা মেয়ের সঙ্গে সম্পর্ক থাকতে পারে। কিন্তু বর্তমানে দেখবেন নারীরা বিচ্ছেদের সময় একটাই অভিযোগ সেটা হলো তার স্বামী পরকীয়া করে। বর্তমানে বিয়ে নিয়ে কোন ধরনের চিন্তাভাবনা করছেন না বলেও জানান হিরো আলম।
আপনার মতামত লিখুন :