জুলাই আন্দোলনে হত্যা চেষ্টার মামলার বাদী কাউসার আহমেদ সুমনকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে আসামির সহযোগীদের বিরুদ্ধে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পালিয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন।
কাউসার আহমেদ সুমন জানান, গত বছরের ৫ আগস্ট নারায়ণগঞ্জের চাষাঢ়ায় তার ওপর হামলার ঘটনায় শামীম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ওসমান, কবি সিরাজসহ ৩৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০-২০০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আন্দোলন চলাকালে আসামিরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সাধারণ ছাত্রদের ওপর হামলা চালায়। এ সময় এক হামলাকারী তাকে আটকে রেখে বাম হাঁটুতে গুলি করে।
মামলার পর গত ১১ মে এলাকাবাসী কবি সিরাজকে গোপন বৈঠকের সময় আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এরপর থেকেই কবি সিরাজের সহযোগীরা বাদীকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সুমন।
তিনি আরও বলেন, "প্রাণনাশের আশঙ্কায় আমি এখন পালিয়ে বেড়াচ্ছি। মামলা তুলে নিতে চাপ দিচ্ছে তারা। পুলিশকে বিষয়টি জানালে আমার আরও ক্ষতি করবে।"এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :