News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সাখাওয়াত-টিপু তর্ক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৯:৪৪ পিএম সাখাওয়াত-টিপু তর্ক

‘আপনি কইলে হইবো’ আর ‘হুমম আমার কথাই চলবে’ তর্কে জড়িয়ে পড়েন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। দোয়া ও মিলাদ অনুষ্ঠান চলাকালে প্রকাশ্যে তর্কে জড়িয়ে পড়ায় উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ওই সময়ে সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বার বার তাদের শান্ত করার চেষ্টা করলেও আরো উত্তেজিত হয়ে পড়েন সাখাওয়াত ও টিপু। এক পর্যায়ে দোয়া ও মিলাদের মোনাজাত শুরু হয়ে গেলে পরিস্থিতি শান্ত রূপ নেয়। এতে করে আবারো আহবায়ক কমিটির দ্বন্দ্ব প্রকাশ দেখতে পেয়েছেন বলে মন্তব্যে করেছেন কয়েক নেতা।

২২ জুলাই মঙ্গলবার বিকালে বাংলাদেশ হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় নিহতদের জন্য মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল এমন ঘটনা ঘটেছে।

জানা যায়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ূণ কবির, ফতেহ মো. রেজা রিপন, মনির হোসেন খান, সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মাসুদ রানা, ডা. মজিবর রহমান, মাকিদ মোস্তাকিম শিপলু, অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহবায়ক হাজী নূর উদ্দিন সহ থানা উপজেলা ও ইউনিয়ন বিএনপি পদধারী নেতারা।

অনুষ্ঠানে কয়েকজন নেতা জানান, মঙ্গলবার ঠিক ৫টা কিছুক্ষণ আগে দোয়া ও মিলাদের অনুষ্ঠানে উপস্থিত হন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূণ কবির ও সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম। তাদের দেখেই মঞ্চে সঞ্চালয়নায় দাড়িয়ে থাকা ক্ষুদ্ধ উত্তেজিত হয়ে পড়েন সদস্য সচিব টিপু। এসময় মঞ্চে প্রথম ও দ্বিতীয় সারি বসাতে নারাজ প্রকাশ করেন তিনি। ওই সময় পরিস্থিতি ঘোলাটের আগেই আহবায়ক সাখাওয়াত দাড়িয়ে প্রথম ও দ্বিতীয় সারি কয়েক নেতাকে অন্যত্র বসার ইশারা দেন। এতে ওই নেতারা অনুষ্ঠানের মঞ্চ ছাড়লে উত্তেজিত হন টিপু। এতে সাখাওয়াত বার বার টিপুকে চুপ থাকার পরামর্শ দিলে তর্ক শুরু করে। ওই সময় টিপু বলেন, ‘আপনি কইলেই হইবো-আপনার কথা চলবো’। এতে বার বার পাল্টা উত্তর দেয় সাখাওয়াত, তিনি বলেন- ‘হুমম আবার কথা চলবে’। ‘যুগ্ম আহবায়কদের ছাড়া অনুষ্ঠান হয় নাকি, এগুলো নিয়ে তুমি (টিপু) বার বার বাধা দিবে না। এসব করতে দিবো না’।

এমন তর্ক চলাকালে বার বার সাখাওয়াত-টিপুকে শান্ত করার চেষ্টা করেন সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জাকির হোসেন। তাকেও বার বার টিপু থামিয়ে দেন। এদিকে এমন পরিস্থিতি শান্ত করতেই দোয়া ও মিলাদের মোনাজাত ধরেন মহানগর ওলামা দলের আহবায়ক শিব্বির।

Islam's Group