নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম মানিক।
বুধবার (৩০ জুলাই) বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি নিন্দা ও প্রতিবাদ জানান।
বার্তায় বলা হয়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড় এলাকায় অবস্থিত একটি বিলবোর্ড লাগানো ছিলো জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের ছবির সাথে মামুন মাহমুদের ছবিযুক্ত ব্যানার। রোববার (২৮ জুলাই) ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে ফতুল্লার ভূইগড়ে শিকদার পাম্প সংলগ্নে রাতের আঁধারে দুর্বৃত্তরা বিলবোর্ডে উঠে মামুন মাহমুদের ছবিযুক্ত ব্যানার ছিঁড়ে ফেলে। ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যেই ব্যানারে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছিল। এ ছাড়াও ক্লিন ইমেজের নেতা জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ছবি ছিল। যারাই ব্যানার ছেঁড়ার মতো ন্যক্কারজনক কাজটি করেছে।
শাহ আলম মানিক আরও বলেন, অধ্যাপক মামুন মাহমুদ সকলের কাছে একজন গ্রহণযোগ্য নেতা। আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির কান্ডারি। আমার ধারণা এই ব্যানার ছিঁড়ে ফেলার পেছনে নিজ দলীয় প্রতিপক্ষ থাকতে পারে। যা এক ধরনের অনৈতিক ও নোংরা রাজনীতির অংশ। এ ঘটনায় জেলা পুলিশকে অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :