নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা নির্বাচনের পদ্ধতি নিয়ে বলেন, পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে চরমোনাই পীর সাহেব থেকে অনেকে অনেক কথা বলছেন। আজকে আপনাকে একটি কথা বলবো, আপনারা গতিনীতিশীল হন না সেখানে আজকে থেকে পিআর পদ্ধতি শুরু করেন। আপনাদের সব আশেকান জাকেরান আছেন, তারা সব মিলে ভোট দিবে। সবচেয়ে যিনি কম ভোট পাবেন তাকে আপনার এই গদিতে বসবে। আপনি আপনার ওয়ারিশ ছাড়া দিবেন নাকি? আগে নিজের জায়গা প্রয়োগ করে পরে বাহিরে আসেন। এই দেশের আলেম উলামা থেকে কেউ তো নিরাপদ ছিলো না ফ্যাসিসদের হাত থেকে। আমার তো অবাক লাগে, এত তাড়াতাড়ি কিভাবে আমরা ভুলে গেলাম। আপনাদের দেখেছেন না ফ্যাসিষ্টরা আলেমদের দাঁড়ি চেপে ধরেছে, দাড়িঁ টুপিওয়ালাদের জঙ্গি বলে আখ্যায়িত করেছিলো। আমাদের নবীজীর সুন্নত অপমাননা করা হয়েছিলো। এখনা তারা কিভাবে এমন আচরণ করেন আমার বোধগম্য না। সব সময় সবাই একমত থাকবে না, ভিন্নমত থাকবেই। দেশের সুরক্ষায় সব সময় এক সাথে থাকার প্রয়োজন। আমরা ফ্যাসিবাদদের বিরুদ্ধে সবাই এক থাকবো।
শুক্রবার ১ আগষ্ট শহরের ডিআইটিতে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, দেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। আবার যদি ফ্যাসিষ্টরা মাথাচাড়া দেয় তাহলে আজকে যারা প্রতিবাদ করেছিলো ছাত্র-জনতা ও তাদের পরিবার, আপনারা আমরা ও সাংবাদিকদের অবস্থা কি হবে। তারেক রহমান সাহেব আমাদের ৩১ দফা দাবি দিয়েছেন, আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি দিয়েছেন। বিগত আমলে ১৯ দফা দিয়েছিলো তিনি এখনকার যুগে বড় আকারে ৩১ দফা দিয়েছেন। তাই আগে আমাদের ৩১ দফা নিয়ে বুঝতে হবে বুঝাতে হবে গ্রাম বাংলা মা-বোনদের। তাদের জন্য তারেক রহমান বিশাল আকারে সুযোগ সুবিধা দিয়েছেন। কৃষক, প্রশাসন সাংবাদিক ও জনগণের জন্য ৩১ দফা বিশাল উদ্যোগ দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি ও মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আমিনুর ইসলাম মিঠু, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজ্বী মোঃ তাহের আলী, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোঃ মনসুর উদ্দিন পলিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হাজ্বী মোঃ কামাল, নারায়ণগঞ্জ শহর বিএনপি সাবেক সহ সভাপতি মোঃ আনোয়ার দেওয়ান, মোঃ আবুল হোসেন সরদার, সাবেক সদস্য মোহাম্মদ হোসেন কাজল, ১৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ দিদার খন্দকার, নারায়ণগঞ্জ শহর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মোঃ সুজন মাহমুদ, মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বেপারি, খালেদা জিয়া ও তারেক জিয়া মুক্তি পরিষদের সাব্বির আলম শহীদ, যুবদল নেতা শিকদার বাপ্পি প্রমুখ।
আশা আরও বলেন, আজকের এই অনুষ্ঠানে হাজী জালাল উদ্দিন সাহেব থেকে আবুল কালাম সাহেবের সাথে যারা রাজনীতি করেছেন অনেক ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতা ঘোষনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে জুলাই অভ্যুথানের মারা গেছেন। আর যারা গুম হত্যা শিকার হয়েছেন সেই সব পরিবারের প্রতি রইল সমবেদনা। আজ এখানে যারা বিএনপি আগে থেকে সদস্য তাদের নবায়ন ও আর যারা নতুন করে হবে তাদের জন্য নতুন সদস্য ফরম দেয়া হবে। এই প্রক্রিয়াটা অনেক সুন্দর ও অনেক ভয়াবহ। একটি দলের প্রাণ হলেন তৃণমূলের নেতা-কর্মী। আর ভয়াবহ বলতে আজ যারা নতুন সদস্য হবেন আওয়ামীলীগের দোসর ফ্যাসিস্টদের দোসররা চাঁদাবাজী সন্ত্রাসী জন্য বিএনপিতে সদস্য হতে চায়। তারা যদি হয় তাহলে দলের জন্য ভয়াবহ। তাই সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা এগুলো সচেতনতা সহিত দেখতে হবে। ফ্যাসিষ্ট, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা যেন বিএনপি সদস্য হতে না পারে।
দেশের অবস্থা নিয়ে আশা বলেন, আমাদের কিন্তু এখনো সু সময় চলে আসেনি। বিগত ১৭ বছর আন্দোলন করে সঠিক নির্বাচনের দাবিতে। এখন নির্বাচন নিয়ে অনেক গভীর ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন নিয়ে প্রোপাগন্ডা চেষ্টা করছে নির্বাচন বানচালের জন্য। অনেকে বলেন, নির্বাচন চায় চাঁদাবাজি জন্য। এখন কি চাঁদাবাজি বন্ধ আছে? এখন নারায়ণগঞ্জের অবস্থা দেখুন অটোরিক্সা ও হকারদের অবস্থা দেখুন। এখন যদি নির্বাচিত সরকার আসে তাহার জনগণের প্রয়োজনীয়তা দেখতো। এটা অনির্বাচিত সরকার দিয়ে কোন সমস্যা সমাধান সম্ভব নয়।
আপনার মতামত লিখুন :