News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সংস্কারের দাবিতে সড়কে ছাত্র জনতা, মদনপুর-মদনগঞ্জ সড়ক অবরোধ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০৮:১৪ পিএম সংস্কারের দাবিতে সড়কে ছাত্র জনতা, মদনপুর-মদনগঞ্জ সড়ক অবরোধ

মদনপুর-মদনগঞ্জ সড়কের সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।

শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই সড়কের নবীগঞ্জ বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়। এসময় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

 গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মেহেবুবা আক্তার জানান, দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙা। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। গাড়ি উল্টে যায় প্রায় সময়। হরহামেশাই দুর্ঘটনা ঘটছে। এমনকি দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই সমস্যাগুলো নিয়ে আমরা ইউএনও এবং ডিসি অফিসে স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু তারা এর কোন সুরাহা করছে না। তাই বাধ্য হয়ে আমরা আজ রাস্তায় এসে দাঁড়িয়েছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সদস্য সচিব হৃদয় ভূইয়া বলেন, এই সড়কে অনেক ওভারলোড পরিবহন চলাচল করে। যার কারণে অল্প সময়ে সড়কের এই বেহাল দশা। যে পরিবহনের এই সড়কে চলাচলের অনুমতি আছে সেগুলো ছাড়া বাকিগুলোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে সেগুলোর চলাচল বন্ধ করার দাবী জানায়। এসময় তারা অবিলম্বে সড়ক সংস্কার এবং দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনারও দাবী জানান।

এদিকে সড়ক সংস্কারের ছাত্র জনতার এই দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন যাত্রী ও স্থানীয়রা। পাশাপাশি আন্দোলনের কারণে জনদুর্ভোগের কথাও বলেন অনেকে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, সকাল থেকে ছাত্র-জনতা সংস্কারের দাবিতে সড়কটি অবরোধ করে। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারাও আসছেন। আগামী রবিবার ডিসি অফিসে বসে সড়ক সংস্কারের বিষয়ে আলোচনা করা হবে। পরে বিকেল ৫টায় তারা অবরোধ তুলে নেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে

Islam's Group