বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জামপুর ইউনিয়নের মুন্দিরপুর নোয়াদ্দা বাবু বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং সোনারগাঁ থানা বিএনপির ১নং সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক।
সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা তরুণদলের সভাপতি টিএইচ তোফা, জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ইব্রাহিম ভুঁইয়া, সাবেক ইউপি সদস্য ও জামপুর ইউনিয়ন বিএনপি নেতা ওসমান মিয়া, সোনারগাঁ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ। সীমানা পুন:নির্ধারণের ফলে গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। বন্দর উপজেলাকে এ আসনে যুক্ত করার কারণে হিসাব নিকাশ পাল্টে গেছে।
বক্তরা আরো বলেন, ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে।
আপনার মতামত লিখুন :