News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

নামাজ পড়তে গিয়ে ব্যাটারি চুরি, সেই রিকশা চালকের পাশে বিএনপি নেতা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৮:০৫ পিএম নামাজ পড়তে গিয়ে ব্যাটারি চুরি, সেই  রিকশা চালকের পাশে বিএনপি নেতা

‘নামাজ পড়তে গিয়ে রিকশার ব্যাটারি চুরি’ শিরোনামে অনলাইন পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জে’ সংবাদ প্রকাশের পর সেই অসহায় রিকশা চালক মো. ওমর আলীর পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির এক শীর্ষ নেতা। অর্থাভাবে ব্যাটারি ক্রয়ে ব্যর্থ হওয়া ওই বৃদ্ধকে নতুন ব্যাটারি ক্রয় করে দেওয়া হয়েছে।

শনিবার প্রতিবেদনটি প্রকাশিত হলে বিএনপির শীর্ষ পর্যায়ের ওই নেতার নজরে আসে। এরপর তিনি লোক মারফতে অসহায় ওমর আলীর সঙ্গে যোগাযোগ করে ৩ আগস্ট রবিবার বিকেলে চারটি ব্যাটারি ক্রয় করে উপহার হিসেবে হাতে তুলে দেন।

বিএনপি নেতার এমন মানবিকতায় হাসি ফুটেছে ওই রিকশা চালকের মুখে।

নাম প্রকাশ না করার ইচ্ছে পোষণ করে জেলা বিএনপির ওই নেতা বলেন, একজন বৃদ্ধ মানুষ নামাজ আদায়ের জন্যে মসজিদে যাওয়ার পর তার রিকশার ব্যাটারি খুলে নিয়ে যাওয়া হয়েছে, এটা শুনে প্রচন্ড খারাপ লেগেছে। মানুষটির পরিবারের আয়ের একমাত্র উৎসই ছিল রিকশাটি। আমি প্রতিবেদনটি দেখে তার সঙ্গে যোগাযোগ করে আজ দেখা করেছি।

উল্লেখ্য এরআগে দুইমাস প‚র্বে (নাসিক) ১ নং ওয়ার্ডের মিজমিজি পাগলাবাড়ি এলাকায় রিকশা রেখে নামাজ আদায়ের জন্যে মসজিদে যান রিকশা চালক বৃদ্ধ। ওইদিন নামাজ শেষে মসজিদ হতে বের হয়ে দেখতে পান নিজের রেখে যাওয়া রিকশাটি যথাস্থানে থাকলেও রিকশার ব্যাটারি নেই। কোনো চোর চক্র তা খুলে নিয়ে উধাও হয়ে গেছেন। তখন মসজিদের মুসুল্লিদের সহযোগিতায় আশপাশে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজিতেও পাওয়া যায়নি তার রিকশার ব্যাটারিগুলো।অর্থের অভাবে ব্যাটারি ক্রয়ে ব্যর্থ হয়ে মানুষের কাছে হাত পাততে বাধ্য হোন বৃদ্ধ ওমর আলী।

Islam's Group