News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

চার নেতার মতামত চেয়েছে কেন্দ্রীয় বিএনপি, সীমানা নিয়ে উত্তেজনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৮:৩৩ পিএম চার নেতার মতামত চেয়েছে কেন্দ্রীয় বিএনপি, সীমানা নিয়ে উত্তেজনা

নারায়ণগঞ্জের ৩ টি নির্বাচনী আসনের সীমানা পরিবর্তন নিয়ে জেলা ও মহানগর বিএনপির বর্তমান আহবায়ক ও সদস্য সচিবদের মতামত চেয়েছে কেন্দ্রীয় বিএনপি। গত ১ আগষ্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে ৩ আগষ্টের মধ্যে এ বিষয়ে মতামত দিতে বলা হয়।

চিঠিতে বলা হয়, উপরোক্ত বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ৩০ জুলাই ২০২৫ যেই প্রস্তাবিত তালিকা প্রকাশ করেছে তাতে আপনাদের জেলার আসন সমূহের বিবরণ সংযুক্ত করা হলো। এসব আসনের বিষয়ে আপনাদের মতামত, মন্তব্য, যক্তিসহ আগামী ৩ আগষ্ট ২০২৫ এর মধ্যে নিন্ম স্বাক্ষরকারীর নিকট পাঠানোর জন্য বিশেষ অনুরোধ রইল।

জানা গেছে, জেলার ৩ টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের খবরে টালমাটাল স্থানীয় রাজনীতি। গত ৩০ জুলাই বাংলাদেশ নির্বাচন কমিশন এ নিয়ে একটি খসড়া প্রকাশ করলে নড়েচড়ে বসেন অনেকে। কারণ সীমানা পরিবর্তন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করতে আগ্রহী অনেকের ভোটের হিসেব নিকাশ উঁচুনিচু হয়ে যাবে। বিশেষ করে নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫ এই তিন আসনের বিএনপির প্রভাবশালীরা এতে নারাজ হন। কেউ কেউ খুশিও হয়েছেন। তবে রাজনৈতিক নেতাদের বাহিরে সীমানা পরিবর্তন হওয়ার সম্ভাবনা তৈরি হওয়া ৩ টি আসনের সাধারণ মানুষও এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

নারায়ণগঞ্জের ৩ টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে গত ৩০ জুলাই বাংলাদেশ নির্বাচন কমিশন একটি খসড়া প্রকাশ করে। এতে বলা হয়, সোনারগাঁ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৩ আসনের সঙ্গে নতুন করে যুক্ত হবে বন্দর উপজেলা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ২৭ টি ওয়ার্ড নিয়ে গঠিত হবে নারায়ণগঞ্জ ৫ আসন। এদিকে, ফতুল্লা, এনায়েতপুর, বক্তবলী, কাশিপুর, কুতুবপুর, গোগনগর ও আলীরটেক ইউনিয়নের সীমানা নিয়ে গঠিত হবে নারায়ণগঞ্জ ৪ আসন।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন সীমানা নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ রয়েছে। কেউ এতে লাভবান হবে আবার কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কেন্দ্র থেকে আমাদের এ বিষয়ে মতামত জানাতে বলা হয়েছে। আমরা এর সুবিধা-অসুবিধা তুলে ধরে ৩ আগষ্টের মধ্যে কেন্দ্রে চিঠি দিবো। আশাকরি এটি কার্যকর হবে। 

Islam's Group