২ আগস্ট ইস্কাটন রোডস্থ বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসে ৩৭ তম বিসিএস পুলিশ ব্যাচের সদস্যরা একত্রিত হয়ে আগামী দুই বছরের জন্য একটি কমিটি গঠন করেন।
উক্ত কমিটিতে সর্বসম্মতিক্রমে আবুল বাসার মোল্লা, (সহকারী পুলিশ সুপার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ)সভাপতি ও মোঃ মেহেদী ইসলাম (সহকারী পুলিশ সুপার,গ সার্কেল নারায়ণগঞ্জ) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
এছাড়াও উক্ত কমিটিতে শাহ মোস্তফা তারিকুজ্জামান (সহকারী পুলিশ সুপার, ডিএমপি) সিনিয়র সহ-সভাপতি, তৌফিক আহমেদ(সহকারী পুলিশ সুপার,ডিএমপি) এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ ফারাবী (সহকারী পুলিশ সুপার, ডিএমপি) সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
সভায় যেসব সদস্যরা উপস্থিত থাকতে পারেননি তারা জুম মিটিং এর মাধ্যমে যুক্ত হন এবং নির্বাচন প্রক্রিয়ায় এহসান ইমন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
কমিটি গঠনের পর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা মুক্তিযুদ্ধ ও জুলাই স্পিরিটকে ধারণ করে ব্যাচের স্বার্থে ও দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভাপতি ও সেক্রেটারি আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
আপনার মতামত লিখুন :