News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

‘বোরকা শামীম ওসমান পালাইছে’


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৮:২২ পিএম ‘বোরকা শামীম ওসমান পালাইছে’

গত বছর ৩ আগষ্ট নারায়ণগঞ্জ চাষাঢ়া বিজয়স্তম্ভে ‘বোরকা শামীম’ ব্যানার এবং চাষাঢ়া মোড়ে ‘বোরকা শামীম পালাইছে’ লিখনীতে উল্লাসে মেতে ছিল ছাত্র-জনতা। ওইদিন ভোর থেকে শামীম ওসমান ও তার পরিবার দেশত্যাগ করেছেন বলে একাধিক অনলাইন গণমাধ্যমে প্রকাশ পায়। এমন যখন দুপুর ১টায় চাষাঢ়ায় সংবাদ ছড়িয়ে পড়লে ব্যানার ও সাইনবোর্ডে বোরকা শামীম নিয়ে ঝড় উঠে ছাত্র-জনতার মুখে। চাষাঢ়া থেকে ২নং রেলগেইট পর্যন্ত একাধিক মিছিলে ছাত্র-জনতার মুখে ‘পালাইছে রে পালাইছে বোরকা শামীম পালাইছে’ স্লোগানে মুখরিত ছিলো পুরো শহর।

৩ আগষ্ট চাষাঢ়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা বিক্ষোভ সমা‌বে‌শে নগরীর চাষাঢ়া বিজয় স্তম্ভে ‘বোরকা শামীম’ নাম লিখে ব্যানার টানিয়ে দেয়। এ ব্যানার নিয়ে নগরবাসীর মধ্যে আলোচনা সৃষ্টি হয়। কেন্দ্রীয় কর্মসূচি পালনে শিক্ষার্থীরা সকাল থেকেই নারায়ণগঞ্জ শহরে খণ্ড খণ্ড  মিছিল নিয়ে জড়ো হতে থাকে। পরে কয়েক হাজার শিক্ষার্থী শহরে প্রতিবাদী মিছিল বের করে। পরে বেলা ১১টায় চাষাঢ়া বিজয় স্তম্ভে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় কিছু শিক্ষার্থী শহরে বিভিন্ন স্থাপনায় রঙ দিয়ে তাদের নয় দফা দাবি লিখে। এক পর্যায়ে বেলা ১টায় একটি ব্যানারে ‘বোরকা শামীম’ লিখে বিজয় স্তম্ভে ব্যানারটি টানিয়ে দেয়।

সকাল সাড়ে ১১টা থেকেই নারায়ণগঞ্জের নগরীর দুই নাম্বার গেট থেকে চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনার ও বিজয় স্তম্ভের সামনে বিক্ষোভ করে নারায়ণগঞ্জ তোলারাম বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ কলেজ ও নারায়ণগঞ্জ মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস, শহীদ হওয়া শিক্ষার্থীদের রক্ত বৃথা যেতে দিব না বিভিন্ন স্লোগানে দেয়। এ সময় চাষাঢ়ার মোড়ে বিজিবির গাড়ির সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে। সারাদেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে এই কর্মসূচি ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অপরদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভ অবস্থানের কারণে নারায়ণগঞ্জে চাষাঢ়া থেকে বঙ্গবন্ধু সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

৩ আগস্ট ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন। এজন্য একে এক দফা আন্দোলন নামেও ডাকা হয়ে থাকে। আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে আপামর জনতা সারাদেশে অংশগ্রহণ করা ও ব্যাপক গণহত্যার মুখে আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত হওয়ায় একে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলেও অভিহিত করা হয়।

এদিকে ছাত্র-জনতার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের শেষ কর্মসূচী দেখা যায়। ওইদিন মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন দেওভোগ আওয়ামীলীগ কার্যালয় থেকে মিছিল নিয়ে ২নং রেলগেইটস্থ কার্যালয়ের কালো পতাকা মিছিল বের করে। এর কিছুক্ষণ আগে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর হাই, আনিসুর রহমান দীপু, জাহাঙ্গীর আলম ও জি এম আরাফাত নেতৃত্বে একটি মিছিল দলীয় কার্যালয় থেকে ডিআইটি এলাকা দিক কালো পতাকা মিছিল বের করে। এই কর্মসূচীর মাধ্যমে জেলা ও মহানগর আওয়ামীলীগের কোন নেতা-কর্মীদের আর দেখা যায়নি।

Islam's Group