নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল শিশুকল্যাণ স্কুলের পাশে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। স্কুলটির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পুরনো ভাঙ্গাচোরা বেঞ্চ ও টেবিলে বসে ক্লাস করতো। অবশেষে বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ এসব পুরনো ভাঙ্গাচোরা বেঞ্চ, চেয়ার ও টেবিল মেরামতের পাশাপাশি রং করে দিয়েছে। দীর্ঘদিন পরে ক্লাস করতে এসে মেরামত ও রং করা বেঞ্চ, চেয়ার ও টেবিল দেখে উচ্ছসিত শিক্ষার্থীরাও।
রোববার সকালে স্কুলটির শ্রেণিকক্ষে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান মহিউদ্দিন মাহমুদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ফারুক আহাম্মদ রিপন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার প্রাক্তন সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহসভাপতি লিয়াকত আলী ভ‚ইয়া, সাধারণ সম্পাদক মোঃ শাহেদুল হক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ন‚র এ আলম মাসুদ, কোষাধ্যক্ষ আব্দু হামিদ ভাষানী, মোঃ রাকিব হোসেন, সাংবাদিক শরীফ সুমন, সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান মহিউদ্দিন মাহমুদ বলেন, একসময় নারায়ণগঞ্জ শহরে আমরা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার হতাম। কিন্তু এখন জেব্রা ক্রসিং যেন বিলুপ্ত হয়ে গেছে। আমরা যেন ক্রমশ বিশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হয়ে যাচ্ছি। আমাদের ট্রাফিং ব্যবস্থা যেন ইচ্ছাকৃত আরো যানজট লাগানো হয়ে থাকে। সড়ক অবৈধ দোকান ও স্ট্যান্ড বসিয়ে চাঁদাবাজি চলছে। তিনি বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখাকে জেব্রা ক্রসিং এবং ট্রাফিক সিস্টেম উন্নত করার জন্য পদক্ষেপ নেয়ার আহবান জানান এবং এ বিষয়ে অত্র পঞ্চায়েতের কোন ধরনের সহযোগিতা প্রয়োজন হলে পাশে থাকার আশ্বাস দেন। বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন নারায়ণগঞ্জ শাখার নেতৃবৃন্দ শিশুকল্যাণ স্কুলটির উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন এবং জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে স্কুলটির উন্নয়নে ভ‚মিকা রাখার চেষ্টা করবেন বলে জানান।
আপনার মতামত লিখুন :