News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

পদোন্নতি পেলেন সদর ইউএনও জাফর সাদিক, নতুন তাছলিমা শিরিন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৫:৩৬ পিএম পদোন্নতি পেলেন সদর ইউএনও জাফর সাদিক, নতুন তাছলিমা শিরিন

নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দিয়ে কুমিল্লা জেলায় পদায়ন করেছে সরকার।

 

তিনি বিসিএস ৩৪তম ব্যাচের একজন কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ জুলাইয়ের ২৭১ নং আদেশে বিসিএস প্রশাসন ক্যাডারের ৭ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

 

অন্যদিকে ৩০ জুলাই বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকার এক আদেশে নারায়ণগঞ্জ সদর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয় তাছলিমা শিরিনকে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের একজন কর্মকর্তা।

 

গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন ঘটলে সারা দেশব্যাপী প্রশাসনের সকল পদে পরিবর্তন আনার জন্য উদ্যোগ নেয় অন্তবর্তীকালীন সরকার। তারই ধারাবাহিকতায় ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন জাফর সাদিক। পরিবর্তিত প্রেক্ষাপটে নারায়ণগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলার অবনতি, শ্রমিক অসন্তোষ, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি অপসারণ, উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান অপসারন, ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ও সকল সরকারি কাজে দক্ষতার পরিচয় দিয়েছেন জাফর সাদিক চৌধুরী।

 

বিগত আওয়ামীলীগ সরকারের স্বেচ্ছাচারীতার কারণে ধ্বংসস্তুপে পরিণত হওয়া প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা আনয়ন ও মানোন্নয়নে তিনি নিয়েছেন নানা ভূমিকা। সকল শ্রেণী পেশার মানুষকে জনবান্ধব সেবা প্রদানে তিনি ছিলেন সচেষ্ট। নতুন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন সে ধারা অব্যাহত রাখবেন এটাই নারায়ণগঞ্জ সদর উপজেলার সাধারণ জনগণের প্রত্যাশা।

Islam's Group