News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

দেশত্যাগ গুঞ্জনে অয়ন শেষ ভিডিও বার্তা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৮:২৮ পিএম দেশত্যাগ গুঞ্জনে অয়ন শেষ ভিডিও বার্তা

‘সপরিবারে দেশ ছেড়েছেন প্রভাবশালী নেতা একেএম শামীম ওসমান’ গুঞ্জন ছড়িয়ে পড়ে অনলাইন মিডিয়াগুলোতে। এতে প্রতিবাদ জানিয়ে গত বছর ৩ আগষ্ট শামীম ওসমান পুত্র অয়ন ওসমান একটি ভিডিও বার্তা দেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে। এটাই ছিল পরিবারের পক্ষে শেষ ভিডিও।

একটি বাড়ি বারান্দা থেকে অয়ন ওসমান হাসি মুখে ভিডিও বার্তায় প্রশ্ন রাখেন, ‘এইটা যদি থাইল্যান্ড হয়, তা হলে ঢাকা কোথায়?’

ভিডিও-এর শুরুতেই সবাইকে সালাম ও সকালের শুভেচ্ছা জানান। এরপর বলেন, ‘আমি শুধু একটি কথাই জানতে চাই। এইটা যদি থাইল্যান্ড হয়, তাহলে ঢাকা কোথায়?’

এছাড়া তিনি ক্যাপশনে দাবি করেন, সপরিবারে দেশ ছাড়ার বিষয়টি সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও গুজব। দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলেও তিনি জানান।

গত বছর জুলাইয়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত পুরো দেশ। চলমান এই পরিস্থিতিতে গুঞ্জন উঠে, সপরিবারে দেশ ছেড়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তবে এমন গুঞ্জনকে উড়িয়ে দিয়ে গত বছর ৩ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে ভিডিও আপলোড করেন তার একমাত্র পুত্র অয়ন ওসমান।

পরবর্তিতে ৪ আগষ্ট আওয়ামীলীগের শেষ সংবাদ সম্মেলনের শামীম ওসমানকে দেখা যায় হাস্যজ্জল অবস্থায়। এর পর তাকে গত বছর সেপ্টেম্বর মাঝামাঝি সময়ে দিল্লী একটি মাজারে। এর কয়েকদিন পর ১ অক্টোবর দুবাই বিমানবন্দরে দেখা যায় শামীম ওসমানকে।

Islam's Group