News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ছাত্রলীগের কর্মী গণঅধিকারের হয়ে এমপির স্বপ্ন দেখে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ১০:০০ পিএম ছাত্রলীগের কর্মী গণঅধিকারের হয়ে এমপির স্বপ্ন দেখে

ইঞ্জিনিয়ার আরিফ ভুঁইয়া। ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসন আমলে তিনি লীগের উপর ভর করে এলাকায় দাপিয়ে বেড়িয়েছেন। দলীয় কোনো পদপদবী না থাকলেও ফ্যাসিস্টের সভা-সমাবেশের কর্মস‚চিতে সক্রিয় দেখা যেতো তাকে। তবে পটপরিবর্তনের পরে নিজের অতীত ঢেকে বিশেষ যোগাযোগের মাধ্যমে গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি পদ ভাগিয়ে এনে নিজেকে বিরাট বিপ্লবী হিসেবে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টায় রয়েছেন। অথচ সাবেক সংসদ সদস্য গডফাদার শামীম ওসমানের কর্মী হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে তার। সম্প্রতি আরিফ নারায়ণগঞ্জের সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখছেন বলেও জানা গেছে।

এদিকে নিজেকে বিপ্লবী দাবি করা আওয়ামী লীগের সুসময়ের সুবিধাভোগী এই নেতার কিছু ছবি সময়ের নারায়ণগঞ্জের হাতে এসেছে।

তথ্য নিয়ে জানা গেছে,পরিবর্তিত দেশের এই নব্য নেতা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ২নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজুর চাচাতো ভাই হোন। সম্পর্কে ভাই হবার সুবাধে রাজু’র ক্ষমতায় ২নং ওয়ার্ডে জোরপ‚র্বক জমিজমার ব্যবসা করে গিয়েছিলেন। স্বৈরাচার আমলে তার জমি ব্যবসায় বাধা এড়াতে কৌশলে লীগের নেতৃত্ব পর্যায়ের নেতাদের পার্টনারশিপে যুক্ত রেখেছেন।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, স্বেচ্ছাসেবক লীগের আমিনুল হক রাজুসহ বেশ কয়েকজনের সঙ্গে জমির পার্টনারশিপে ব্যবসা করেছেন আরিফ। এককথায় আওয়ামী লীগের পরিচয় দ্বারা মোটা অংকের অর্থের মালিক বনে গেছেন। তবে,৫ আগস্টের পর হতে সুবিধাভোগী আরিফের রুপ পরিবর্তনে হতবাক স্থানীয় মানুষজন। গণঅধিকারের পদ পেয়ে বর্তমানে আওয়ামী বিরোধীতে নিজেকে শীর্ষে রাখার প্রতিযোতায় নেমেছে।

সময়ের নারায়ণগঞ্জের হাতে আসা নারায়ণগঞ্জ মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি আরিফ ভুঁইয়াকে কখনো ছাত্রলীগের পক্ষে থেকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো, আবার কখনো আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব পর্য য়ের নেতাদের সঙ্গে দেখা গেছে। ছবিতেই স্পষ্ট যে তিনি আওয়ামী দোসরদের মধ্যে অন্যতম।

এদিকে শুধু তিনিই নয় তার ছোট দুই ভাইও আওয়ামী রাজনীতিতে শক্রিয় ছিলেন।

ছবিগুলোতে দেখা গিয়েছে, কোনো এক প্রোগ্রামে গণঅধিকার নেতা আরিফ ও তার ওয়ার্ডের বাসিন্দা ছনেটসহ চারজন মিলে ছাত্রলীগের হয়ে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে,অপর আরেকটি ছবিতে দেখা যায় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়ক ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের সঙ্গে তিনিসহ বেশ কয়েকজন মিলে দাড়িয়ে রয়েছে। আরেকটি ছবিতে ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা ওমর ফারুককে কেক খায়িয়ে দিচ্ছেন তিনি। মূলত শামীম ওসমান প্যানেলের সঙ্গেই সখ্যতায় রেখে দিব্যি দাপিয়ে বেড়িয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আরিফ মূলত আওয়ামী রাজনীতিতে যুক্ত ছিল। তার চাচাতো ভাই রাজু’র সহযোগী হিসেবে তার বিশেষ পরিচয় রয়েছে। বিগত সময়ে দলীয় প্রভাবে নিজ এলাকায় একতরফা জমি ব্যবসা করে গেছেন। ২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালীন সময়েও ছাত্র-জনতাকে প্রতিহত করতে স্বৈরাচারের পক্ষ নিয়ে মাঠে নেমেছিল এই ব্যক্তি। তবে বর্তমানে বিপ্লবী সেজে এলাকায় একক আধিপত্য দেখিয়ে চাঁদাবাজি ও ব্যবসা করে যাচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন জুলাই যোদ্ধা বলেন, স্বৈরাচার পতনের দুইদিন আগে আমরা যখন মহাসড়কের মৌচাকে অবস্থান করে আন্দোলন করে যাচ্ছিলাম, সেসময় আমাদের উপর ঝাপিয়ে পড়তে লোকজন নিয়ে ইয়াছিন হাজী উপস্থিত হোন। ওইসময় তার সঙ্গে গণঅধিকারের নেতা আরিফ ও তার এক ভাইকেও পাম্পের সামনে দেখেছিলাম। এখন দেখছি উনি আওয়ামী লীগের সমালোচনা করে বিপ্লবী নেতা বনে গেছেন।

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকার বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি আরিফ ভুঁইয়া বলেছেন, আমি কখনো ছাত্র লীগের রাজনীতিতে যুক্ত ছিলাম না। যে ছবিটার কথা বলছেন ওই ছবিটা ২০১১ সালের। সেদিন আমি আমার বোনের স্কাউট প্রোগ্রাম থাকায় আমি তাকে স্কুলে নিয়ে গিয়েছিলাম। তখন স্কাউটের পোলাপান আমার সঙ্গে ছবিটা তুলেছেন। আর ২ নং ওয়ার্ড ছাত্রলীগের কোনো কমিটি ছিল না। এটা এডিট ছবি।

Islam's Group