News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

সোনারগাঁয়ে কৃষকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৯:৫৬ পিএম সোনারগাঁয়ে কৃষকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবগঠিত উপজেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৮ অক্টোবর বিকেলে সোনারগাঁয়ের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলুল হক মেম্বার এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব এম এ মিলন ভূঁইয়া।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক ডা. মো. শাহীন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব মো. আলম মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আতাউর রহমান, রূপগঞ্জ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মনির মল্লিক ও মো. সেলিম হোসেন দিপু।

এছাড়াও নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য সুমন মোল্লা, রোকনুজ্জামান, দেলোয়ার বেপারীসহ উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কৃষকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে নবগঠিত কমিটি।

Islam's Group