News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

৩১ দফা মানুষের মন জয় ও কল্যাণে কাজ করবে : সজল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৭:০৭ পিএম ৩১ দফা মানুষের মন জয় ও কল্যাণে কাজ করবে : সজল

রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ অক্টোবর দুপুর ১২টায় খানপুর কিল্লারপুর এলাকায় উক্ত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ।

যুব সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। তিনি বলেন, আপনারা সবাই মানুষের কাছে যাবেন। দলের প্রতিটি নেতাকর্মী মানুষের কাছে যাবে তাদের মন জয় করতে হবে। কারণ আমাদের ৩১ দফার ভেতরে ১টি দফা আছে যুব কেন্দ্রীক। বিএনপি যদি নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসতে পারে তাহলে প্রথম ১৮ মাসে ১ কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করা হবে। প্রথমে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলে কার্ডের আওতায় আনা হবে। যারা পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বেকাপ দিতে পারবে। আমাদের মায়েরা এই কার্ড পাবে। তারেক রহমান ঘোষিত যে ৩১ দফা আছে সেগুলোর প্রত্যেকটি মানুষের দোরগোড়ায় পৌছে দিবেন এটা যুবদলের কাজ। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফার মাধ্যমে সারাদেশকে উজ্জীবিত করেছিলেন, বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন। আমাদের নেতা তারেক রহমান যে ৩১দফা দিয়েছেন এই ৩১ দফা মানুষের কল্যাণে কাজ করবে, মানুষের হৃদয় মন জয় করবে এবং তারেক রহমান যেন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারে সেই প্রত্যাশা নিয়ে মানুষের ভালবাসা ও দোয়া আদায় করবেন।

মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি গোলাম মোস্তফা সাগর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাফি উদ্দিন রিয়াদ, রুহল আমিন, সদস্য সাইফুল ইসলাম আপন সহ অন্যান্য নেতাকর্মীরা।

Islam's Group