আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুনের পক্ষে বন্দর থানার মুছাপুর ইউনিয়নে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকালে বন্দর থানার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ বাজার থেকে গণসংযোগ শুরু করে জহরপুর মাদ্রাসা এলাকায় এসে শেষ হয়। এসময় নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং খেলাফত মজলিস ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
গণসংযোগে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, বন্দর থানা পূর্ব শাখা সভাপতি মুফতী আবুল কাসেম, সর থানা সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল্লাহ, ফতুল্লা থানা সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, মুছাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা নজরুল ইসলাম ও ধামগড় ইউনিয়ন সাধারণ সম্পাদক মুফতী আবু হানিফ প্রমুখ।
আপনার মতামত লিখুন :