নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বন্দর অঞ্চলের ১৯, ২৪, ২৫, ২৬, ২৭ ওয়ার্ডে লিফলেট বিতরণে করেছেন শহর-বন্দর আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশি ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুলের পক্ষে তার সমর্থকরা।
শনিবার ১৮ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ, ফরাজিকান্দা, শান্তিনগর, ২৪নং ওয়ার্ডে নবীগঞ্জ, শামসুদ্দিন রোড, বক্তারকান্দি, ২৫নং ওয়ার্ডের চৌরাপাড়া, লক্ষণখোলা, দাসের গাঁও, ২৬নং ওয়ার্ডে রামনগর, ইস্পাহানী ডকইয়ার্ড, কুড়িপাড়া, ২৭নং ওয়ার্ডে লালখারবাগ, নাজিরগঞ্জ, মুরাদপুর, হরিপুর, ফুলহর এলাকায় পাচঁ ভাবে লিফলেট ও গণসংযোগ করেন বাবুলের পক্ষে নারী-পুরুষরা।
এদিকে ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ ও ফরাজীকান্দা পুরো এলাকার ঘরে দোকানে বাবুলের ধানের শীষ ভোট চেয়ে লিফলেট বিতরণ গণসংযোগ করেন ব্যবসায়ী জহির আহম্মেদ সোহেল। তিনি এ সময় বলেন, বড় ভাই আবু জাফর আহমেদ বাবুল তিনি দীর্ঘ ৩০ বছর যাবৎ নারায়ণগঞ্জ মানুষের খেদমত করেছেন। ভয়াবহ করোনা কালীন ও ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার বিরোধী বিএনপি নেতাদের পাশে ছিলেন এখনো রয়েছেন। সেই অবদান নিয়ে বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশা করে মানুষের ঘরে ঘরে যাচ্ছি। দল যদি বাবুল ভাইকে মনোনীত করে এবং জনগণ যদি আমাদের পাশে থাকে তাহলে নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখবে। শহর-বন্দর মানুষের মধ্যে সেতু বন্ধন গড়ে তুলতে একাধিক সেতু নির্মাণ ব্যবস্থা করবেন। জনগণের ভোটে বাবুল নির্বাচিত হলে নারায়ণগঞ্জ শহর-বন্দর চিত্র বদলে যাবে, ইনশাআল্লাহ।
আপনার মতামত লিখুন :