News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

মহানগর কৃষকদলের আয়োজনে বড় পর্দায় তারেক রহমানের সাক্ষাৎকার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৮:৫৯ পিএম মহানগর কৃষকদলের আয়োজনে বড় পর্দায় তারেক রহমানের সাক্ষাৎকার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিতে গুরুত্বপূর্ণ সাক্ষাতকারটি সর্বসাধারণ জনগণের কাছে পৌছে দেওয়ার জন্য নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের আয়োজনে বড় পর্দায় প্রচার কার্যক্রম পালন করেছে। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি অন্যতম জাকির খানের নিদের্শে জনসাধারণের বার্তা পৌছে দিতে বড় পর্দায় সাক্ষাতকারটি দেখানো হয়।

শনিবার ১৮ অক্টোবর বাদ মাগরিব নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সহ-সভাপতি ছালেহ আহম্মেদ রনি, মশিউর রহমান মশু, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, কৃষকদল নেতা জুয়েল হোসেন ও নারায়ণগঞ্জ সদর থানা কৃষকদলের নেতা মাছুম খান, রুবেল, গার্মেন্টস শ্রমিক দল সভাপতি এজাজ আহম্মেদ, ফতুল্লা থানা গার্মেন্টস দল সভাপতি মো. কামাল হোসেন।

নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন বলেন, দীর্ঘদিন পর গণমাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সাক্ষাৎকার দিয়েছেন। তাঁর এই সাক্ষাৎকার নিয়ে কথা বলার শুরুতেই যেটি বলতে হবে তা হলো, সাক্ষাৎকারটি বাংলাদেশের রাজনীতিতে এক বিশেষ তাৎপর্য তৈরি করেছে। এই সাক্ষাৎকারকে যদি আমরা সামগ্রিকভাবে বিবেচনা করি, তাহলে একে দুই দিক থেকে বিশ্লেষণ করা যায়।

প্রথমত, তারেক রহমানের ভাষা, শব্দচয়ন ও উপস্থাপন ভঙ্গি; দ্বিতীয়ত, সাক্ষাৎকারের বিষয়ব স্তু এবং বিভিন্ন বিষয়ে তাঁর নীতিগত অবস্থান। আর বেশ কিছু কারণে তারেক রহমানের এ সাক্ষাৎকার আমাদের আশাবাদী করে। এ লেখায় বিভিন্ন প্রসঙ্গ ও তারেক রহমানের বক্তব্য তুলে ধরে এবং তা বিশ্লেষণের মধ্য দিয়ে সাক্ষাৎকারটি কেন আমাদের আশাবাদী করে, সেটি তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

Islam's Group