News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

নারীদের নিয়ে ব্যতিক্রমী সমাবেশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৯:১৭ পিএম নারীদের নিয়ে ব্যতিক্রমী সমাবেশ

দুপুর গড়ানোর পরেই বিভিন্ন এলাকা থেকে দল বেধে আসতে শুরু করে নারীরা। উদ্দেশ্য সমাগম হয়ে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরা। অনেক নারী তাদের এলাকার সমস্যার বিষয় তুলে ধরেন। বিপরীতে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু তাৎক্ষনিক কিছু সমাধান দেন।

এক প্রাণবন্ত আয়োজনে শনিবার বিকেলে রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে রূপগঞ্জ উপজেলাধীন কাঞ্চন পৌর বিএনপির ও অঙ্গ সংগঠনের মহিলা সমাবেশটি অনুষ্ঠিত হয়।

বিকেল ৪টার আগেই মঞ্চে এসে হাজির হন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। তাকে স্বাগত জানাতে তখন ভীড়।

তিনি মঞ্চে উঠার সময়েই স্লোগান। তিনি মঞ্চে উঠেই মাইক দেন নারীদের। বিভিন্ন এলাকার নারীরা গ্যাসের সঙ্কট, রাস্তাঘাটের বিষয়গুলো তুলে ধরেন। কেউ বা আবার রূপগঞ্জ হতে চাকরির ব্যবস্থার কথা বলেন। দিপুও উত্তর দিতে গিয়ে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

Islam's Group