News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

শামীম ওসমান তাহাজ্জুদ নামাজের নাম ভেঙ্গে ছিনিমিনি করেছেন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৯:৩৪ পিএম শামীম ওসমান তাহাজ্জুদ নামাজের নাম ভেঙ্গে ছিনিমিনি করেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুফতি ইসমাইল সিরাজী বলেছেন, গডফাদার শামীম ওসমান ও অয়ন ওসমান সহ তাদের পালিত বাহিনীদের গ্রেপ্তার করছে না অন্তবর্তী সরকার। ১৪ মাসের বেশি সময় ধরে ওসমান পরিবার ও তাদের লালিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন। যার কারণে ছাত্র-জনতা হতাহত পরিবার এখনো বিচারহীনতা রয়েছে। বিগত সরকার আমলে শামীম ওসমানের পালিত সন্ত্রাসীদের টর্চার সেল ছিলো। তখন ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকার সেলগুলো বন্ধ বদলে আরো উৎসাহ দিয়েছিলেন। অন্তবর্তী সরকারের কাছে জোরালো দাবি জানায়, শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান সহ তাদের পালিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো করা হোক।

মঙ্গলবার ২১ অক্টোবর ফতুল্লায় সাধারণ মানুষের সাথে আলাপচারিতা শেষে সাংবাদিক উদ্দেশ্যে তিনি একথা বলেন।

সিরাজী আরও বলেন, এই ফতুল্লাবাসীকে নিয়ে শামীম ওসমান দিনের পর দিন প্রতারণা করেছেন। কোটি কোটি টাকা বরাদ্ধ নামে লুটেপুটে খেয়েছেন। টেন্ডারবাজদের নিয়ন্ত্রণের কারণে উন্নয়ন বিহীন ফতুল্লা এখন পানিতে ডুবছে। তাহাজ্জুদ নামাজের নাম ভেঙ্গে সাধারণ মানুষদের সাথে ছিনিমিনি করেছেন।

উল্লেখ্য, গত বছর ১৯ জুলাই তামিল ছবি মত এ্যাকশন নিয়ে নারায়ণগঞ্জ শহরে শামীম ওসমান ও তাঁর সহযোগীরা অস্ত্র নিয়ে ধাওয়া ছিলো আলোচিত। ইতোমধ্যে সেই ভয়ঙ্কর রূপ নেয়া দৃশ্যের ভিডিও ছবি ভাইরাল হওয়ায় তাদের বিরুদ্ধে ছাত্র-জনতা হতাহত মামলা দায়ের করা হয়েছে। কিন্তু গত ১৪ মাস বেশি সময়ে যাবৎ গ্রেপ্তার এড়াতে শামীম ওসমান ও তার সঙ্গীরা দেশ বিদেশে পলাতক জীবনে রয়েছেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তাঁর সহযোগীদের গুলি ছোঁড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Islam's Group