News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

বন্দরে শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য কারাগারে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৬:৩২ পিএম বন্দরে শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য কারাগারে

নারায়ণগঞ্জের বন্দরে ১২ বছরের এক শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মো. রুহুল আমিন (৪১) নামের এক পুলিশ সদস্যকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে তাকে আদালতে উঠানো হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম ইয়াসির আরাফাত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

অভিযুক্ত মো. রুহুল আমিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি ট্রাফিক ডিভিশনে কর্মরত ছিলেন। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির শেখ সাদির ছেলে। সেই সাথে বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় ভাড়াবাসায় থাকেন।

এর আগে গত ২০ অক্টোবর ভিকটিমকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার ডাকচিৎকারে নারায়ণগঞ্জ শহরের দুই নং রেলগেইট এলাকায় লোকজন পুলিশ সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এই ঘটনায় ভিকটিমের চাচা নারায়ণগঞ্জ বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

ভিকটিমের চাচা মামলায় উল্লেখ করেন- অভিযুক্ত পুলিশ সদস্য রুহুল আমিন ভিকটিম শিশুকে গত ২০ অক্টোবর ঢাকা থেকে ফুসলিয়ে নারায়ণগঞ্জের বন্দরে বাসায় নিয়ে এসে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। সেই সাথে ধর্ষণ শেষে পুনরায় ঢাকায় নিয়ে যাওয়ার পথে ভিকটিমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে পুলিশ সদস্যকে আটক করে পুলিশকে খবর দেয়। সেই সাথে পুলিশ আমাদের সাথে যোগাযোগ করে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বলেন, একজন পুলিশ সদস্যকে গ্রেফতার করে আদালতে আনা হয়। পরবর্তীতে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, এ ঘটনায় ওই শিশুর চাচা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। নির্যাতিতা শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Islam's Group