News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নেই আগামী নির্বাচনের জয়ে পথ : বাবুল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০২:২১ পিএম তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নেই আগামী নির্বাচনের জয়ে পথ : বাবুল

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে শহরে প্রধান প্রধান এলাকায় লিফলেট বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশি ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান মহানগর বিএনপি নেতা আবু জাফর আহম্মেদ বাবুল।

মঙ্গলবার ২১ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর দেড় টা পযন্ত শহরের আমলাপাড়া, কেসি নাগ রোড, স্বণপট্টি, কালীরবাজার, পুরাতন কোট, দিগুবাবু বাজার, নয়ামাটি, উকিলপাড়া পাড়া, গলাচিপা মোড়, চাষাড়া ও মিশনপাড়া এলাকায় ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।

এসময় শহরে রাষ্ট্র সংস্কারে বিএনপির ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন বাবুল। পাশাপাশি আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।

মহানগর বিএনপি নেতা আবু জাফর আহম্মেদ বাবুল বলেছেন, তারেক রহমানের বার্তা নিয়ে নিজেদের প্রচারণা গণসংযোগে আপনারা দেখেছেন আমি কেমন সাড়া পাচ্ছি। এমন একজন মানুষ নেই যে আমাকে দেখে বুকে জড়িয়ে ধরেনি। নারায়ণগঞ্জের মানুষ আমার পাশে আছে। আপনারা দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান যেন সুস্থ ভাবে দেশে ফিরতে পারেন সেজন্য আপনারা দোয়া করবেন।

তিনি আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যেই এ প্রচার কার্যক্রম। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে এ দেশ আর পরনির্ভরশীল থাকবে না। এই দেশ উৎপাদন ও উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ হবে। তাই আসুন, আমরা সকলে ঐ ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করি। ফ্যাসিস্ট হাসিনা এই দেশকে ধ্বংস করে দিয়েছে। উন্নয়নের নামে লুটপাট করেছে। এর প্রতিদানও তিনি ভোগ করেছেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।

এছাড়া লিফলেট বিতরণ কর্মসূচিতে জনসাধারণের মাঝে ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরা হয়।

Islam's Group