নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমাদের বিরুদ্ধে বিভিন্ন বিষোদগার করা হচ্ছে, আমি বলতে চাই আমরা যারা মুসলমান আছি, এটা শুধু মুসলমানের দেশ না। এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে খ্রিস্টান আছে। সকল ধর্মের মানুষের সমান অধিকার। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই, আমরা বাংলাদেশের নাগরিক। আমরা ওই জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের মুসলমানদের নেতা প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) আরব দেশে যখন ইসলাম প্রচার শেষে উনার মৃত্যু হয়। আমাদের নবীজীর মৃত্যুর পর আরব দেশে অনেক ভন্ড নবীর আর্বিভাব হয়ে ছিল। তার মধ্যে আমরা দেখেছি আসাদ আলুইসি, ভন্ড নবী ওসাইলামা, তুলাইহা, সাজা। সাজা হলো একজন মহিলা। সে খিস্ট্রান ছিল, সে ইসলামকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন প্রচার শুরু করেছিলো। ওই সময় আমাদের চার খলিফার আমলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হয়েছিলো। তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আমরা যারা আছি আমরা কোন ইসলাম তরিকার, আমরা করি মদিনার ইসলাম, আমাদের ইসলাম হলো নবী করীম (স.)এর রেখে যাওয়া ইসলাম। কিন্তু জামায়াতে ইসলামী আমাদের হযরত মোহাম্মদ মোস্তফা (স.) এর ইসলামে বিশ্বাস করে না। তাদের একজন ভন্ড নবী আছে তারা যেটা বিশ্বাস করে। সে হলো আবু আলা মওদুদী। সেই মওদুদী বিভিন্ন এনজিও, পশ্চিমা বিভিন্ন শাসক গোষ্ঠির ইন্ধনে ইসলামকে ভিন্ন পথে প্রবাহিত করার জন্য তারা ইসলামকে ব্যবহার করছে। আমরা বলতে চাই আমরা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কিছু বলতে চাইনা। কিন্তু যদি আমাদের মুখ খুলাতে চান, আপনারা এই বাংলাদেশে রাজনীতির নামে অনেকের রগ কেটেছেন। অনেককে হত্যা করেছেন। হত্যা খুন গুমের সাথে আপনারা জড়িত। সুতরাং আমরা সেটি বলতে চাইনা। আমরা চাই বাংলাদেশের সকল রাজনৈতিক দল সুস্থ ধারার রাজনীতি করুক। ৫ আগস্টের বিপ্লব যারা করেছে সবাই মিলে মিশে বাংলাদেশের গণতন্ত্রকে বিকশিত করবো, টেকসই একটি গণতন্ত্র উপহার দিবো। আমরা যদি বিভক্ত হই ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগরা আবার সুযোগ নিবে। ফ্যাসিস্টদের আর সুযোগ দেওয়া যায় না।
মঙ্গলবার ২১ অক্টোবর বিকেলে শহরের ১৪নং ওয়ার্ড এলাকায় বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
সাখাওয়াত হোসেন আরো বলেন, আমাদের যদি ভোট দেন তাহলে আমরা ৩১ দফা বাস্তবায়ন করে একটি সুখী বাংলাদেশ গড়ে তুলবো। আমাদের দলের প্রতিষ্ঠাতার বক্তব্য সকল ক্ষমতার উৎস জনগণ। আমাদের তারেক রহমান সেটা বিশ্বাস করেন, জিয়াউর রহমানের মত শেখ হাসিনার আমলেই এই ৩১ দফা দিয়ে ছিলেন তারেক রহমান। ২০২৩ সালে ১৩ জুলাই জাতির সামনে এই ৩১ দফা তুলে ধরে ছিলেন। বিএনপি উদার গণতান্ত্রিক দল। আমরা সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি দূর করতে চাই। নারায়ণগঞ্জে এমন অবস্থা তৈরি করতে চাই, যদি বিএনপিরও কেউ কোন সাধারণ মানুষের জমি দখল করে, অত্যাচার করে চাঁদাবাজি করে তাহলে তার স্থান বিএনপিতে হবে, তাকে আইনের হাতে সোপর্দ করা হবে। যে যত বড়ই নেতা হোক। ৫ আগস্টের পর যারা বিএনপির নাম বদনাম করার চেষ্টা করেছে তাদেরকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। যদি বিএনপি ক্ষমতায় থাকতো তাহলে তাদের স্থান হতো কারাগার। আমাদের দল কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেয়না।
১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, সদস্য ডা. মজিবুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিত মোস্তাকিম শিপলু, ১৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল মোলল, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, সহ-সাংগঠনিক রিপন হাসান, কোষাধ্যক্ষ জোবায়ের আহমেদ, সদস্য তরিকুল ইসলাম হামীম, মোদ্দাসের হোসেন তানজিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলীসহ বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :