নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় শহীদ জিয়া হল পুন:নির্মাণের দাবী করেছেন মহানগর বিএনপি নেতা সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
মঙ্গলবার ২১ আগস্ট শহীদ জিয়া হল আংশিক পরিছন্ন করে ফলকে থাকা শহীদ জিয়ার পুরাতন ছবির পরিবর্তনের সময় খোরশেদ এই দাবী করেন।
এসময় খোরশেদ আরো বলেন,ফ্যাসিষ্টরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার নাম মুছে ইতিহাসকে বিকৃত করতে পরিকল্পিতভাবে নারায়ণগঞ্জের একটি সম্পদকে ধংস করে দিয়েছে। আমরা অবিলম্বে শহীদ জিয়া হলকে পুন:নির্মানের দাবী জানাই।
উপস্থিত ছিলেন শওকত খন্দকার, মুসা, মিঠু আহমেদ,ইমন, ওসমান গনি,রানা মুন্সী, রাসেল মনির,কাওসারজুলহাস, কুতুবউদ্দিন,পারভেজ, নিপু, উৎসব সহ সাবেক যুবদল নেতাকর্মীরা।
উল্লেখ্য যে,ফ্যাসিষ্ট শাষনের ১৫ বছরে কয়েকবার জিয়া হলের নাম পরিবর্তন, শহীদ জিয়ার মূর্যাল ভাংচুর ও অপসারন ও পরিকল্পিতভাবে জিয়া হলকে ধংস করা হয়েছে। গণঅভ্যুত্থানের দিনই খোরশেদের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা শহীদ জিয়া হলের নাম ফলক ও শহীদ জিয়ার ছবি পুন:স্থাপন করেন।
আপনার মতামত লিখুন :