News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

টানবাজার থেকে সরাতে হবে গোডাউন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ১০:৫৯ পিএম টানবাজার থেকে সরাতে হবে গোডাউন

বাণিজ্যিক এলাকা টানবাজারে বিভিন্ন বহুতল ভবনে মানুষের বসবাসের পাশাপাশি রাসায়নিক মজুত ও সুতার গোডাউন থাকাকে বড় ঝুঁকি বলে মনে করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তারা বলছেন, টানবাজারে যে কোনো অগ্নিকান্ড জনজীবন ও স্থানীয় অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। আগুন ছড়িয়ে গেলে কত বড় ডিজাস্টার বা ধ্বংসযজ্ঞ হবে এবং আগুন আশপাশের আরো কোন কোন এলাকায় ছড়িয়ে পড়বে তারও হিসেব করে রেখেছেন তারা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি সূত্রে জানা যায়, চট্টগ্রামে অর্থনৈতিক অঞ্চলের একটি কারখানায় অগ্নিকান্ডের পর ঢাকায় অবস্থিত ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে নারায়ণগঞ্জের ঝুঁকিপূর্ণ এলাকার বিস্তারিত জানতে চাওয়া হয়। এরপর স্থানীয় কর্মকর্তারা টানবাজার এলাকাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নত করে। গত চারদিন যাবৎ ফায়ার সার্ভিস এই এলাকার কোন কোন ভবন ও বাসা বাড়িতে রাসায়নিক, সুতার গোডাউন ও মানুষের বসবাস পাশাপাশি চলছে তার তালিকা তৈরি করছে। কাজ শেষ হলে তা স্থানীয় ডিসি অফিসে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে। মূলত টানবাজার থেকে রাসায়নিকের গোদাম অন্য কোথাও স্থানান্তর করা হলেই নিরাপত্তা ঝুঁকি কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, টানবাজার থেকে রাসায়নিকের গোদাম বা দোকান যাই বলুন সেগুলো সরিয়ে নিতে হবে। এছাড়া এখানে বড় ধরনের ধ্বংসযজ্ঞ হয়ে যাবে যদি আগুন লাগে। টাকা পয়সার ক্ষতি তো হবেই। পাশাপাশি অনেক মৃত্যুও হতে পারে। আমরা তালিকা তৈরি করছি। আগামী কয়েক দিনের মধ্যেই তা শেষ হবে। সেটি আমরা স্থানীয় জেলা প্রশাসন ও আমাদের হেড অফিসে পাঠাবো। তারপর তারা ব্যবস্থা নিবে। আমরা সব সময় দুশ্চিন্তায় থাকি এই এলাকা নিয়ে। এখানে কিছু হলে তা সামাল দেয়াও কঠিন হবে। কারণ এর আশপাশে আরো অনেকগুলো বাণিজ্যিক এলাকা আছে।  

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন বলেন, আমরা আজকেও মিটিং চলাকালে এই বিষয়ে কথা বলেছি। টানবাজার এলাকা ঘনবসতীপূর্ণ। এখানে কোনো ধরনের দুর্ঘটনা হোক এটা কেউই চাইবেনা। আমরা শুনেছি টানবাজারের ঝুঁকিপূর্ণ ভবন এবং কোথায় কোথায় সমস্যা রয়েছে সেটির তালিকা হচ্ছে। সেই তালিকা আমাদের হাতে আসলে ডিসি মহোদয় অবশ্যই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা সিটি করপোরেশনের সাথেও এ নিয়ে কথা বলবো।

Islam's Group